Rinku Singh

গাঁটছড়া বাঁধছেন কেকেআরের রিঙ্কু, সাংসদ প্রিয়ার সঙ্গে বাগ্‌দান কবে?

এক বন্ধুর মাধ্যমে প্রিয়া সরোজের সঙ্গে আলাপ হয় রিঙ্কু সিংহের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে কেকেআর ব্যাটারের সম্পর্কের কথা জানা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৫:২১
Share:

(বাঁ দিকে) রিঙ্কু সিংহ এবং প্রিয়া সরোজ (ডান দিকে)। —ফাইল চিত্র।

সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রিঙ্কু সিংহ। আগামী ৮ জুন লখনউয়ে বাগ্‌দান হবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে প্রিয়ার সঙ্গে রিঙ্কুর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। কিছু দিন আগে দু’পক্ষই বিষয়টি মেনে নিয়েছিল।

Advertisement

আইপিএলে কেকেআরের খেলা শেষ। ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হয়নি এখনও। ভারতীয় দলের সাদা বলের সূচিও নেই। ক্রিকেটীয় ব্যস্ততা তাই এখন কিছুটা কম রিঙ্কুর। এই ফাঁকে বাগ্‌দান পর্ব সেরে নিচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার। লখনউয়ের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রিঙ্কুর শ্বশুর তুফানি সরোজও রাজনীতিবিদ। তিনি উত্তরপ্রদেশের কেরাকাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির বিধায়ক। এক বন্ধুর মাধ্যমে প্রিয়ার সঙ্গে আলাপ রিঙ্কুর। তুফানি বলেছেন, ‘‘রিঙ্কু এবং প্রিয়া এক বছরের বেশি পরস্পরকে চেনে। পরস্পরকে পছন্দও করত। বিয়ের জন্য উভয় পরিবারের সম্মতি প্রয়োজন ছিল। দুই পরিবারের মধ্যে কথাবার্তার পর ওদের বিয়ে চূড়ান্ত হয়েছে।’’

Advertisement

পড়াশোনা শেষ করার পর থেকে বাবার সঙ্গে রাজনীতি শুরু প্রিয়ার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মছলীশহর কেন্দ্র থেকে জেতেন প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক প্রিয়া সাংসদ হওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০২২ সালে বাবার নির্বাচনী প্রচারে প্রথম নজর কেড়েছিলেন তিনি।

অন্য দিকে, রিঙ্কু প্রথম প্রচারের আলোয় এসেছিলেন ২০২৩ সালের আইপিএলে যশ দয়ালকে পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে। ভারতের টি-টোয়েন্টি দলেও এখন নিয়মিত সদস্য রিঙ্কু। এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে ২০৬ রান করেছেন রিঙ্কু। দেশের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement