ইংল্যান্ড সফরের আগে চাপ বাড়ল গৌতম গম্ভীরের। ছবি: এক্স (টুইটার)।
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে আর কাজ করবেন না সোহম দেশাই। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) পাঠানো ইস্তফার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি। সোহমের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন মহম্মদ সিরাজ।
রবি শাস্ত্রী হেড কোচ থাকার সময় থেকে ভারতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন সোহম। রাহুল দ্রাবিড়ও তাঁকে নিয়ে সন্তুষ্ট ছিলেন। কিন্তু গত বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতার পর পরিস্থিতি বদলে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ও যা বদলাতে পারেনি। সম্ভবত সে কারণেই ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সোহম।
সমাজমাধ্যমে সোহম লিখেছেন, ‘‘এত বছর ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করার সুযোগ পাওয়া সম্মানের এবং সৌভাগ্যের। প্রথম দিন থেকে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার চেষ্টা করেছি। মানসিক বাধা ভেঙে ফেলতে হবে। বিশ্বের সেরা দল হওয়ার চেষ্টা নিরন্তর করে যেতে হবে। মূল্যবোধের প্রতি সৎ থাকতে হবে। ব্যর্থতা আসবে, তাতে ভয় পেলে চলবে না। যা-ই হোক না কেন এগিয়ে যেতে হবে।’’ তিনি আরও লিখেছেন, ‘’২৯ বছর বয়সে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি আস্থা রাখার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ আমি। তাঁরাই এক তরুণকে বিশ্ব মঞ্চে আসার সুযোগ করে দিয়েছিলেন। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে নিয়ে কী বলব! আপনাদের বিশ্বাস এবং সমর্থন যাত্রার প্রতিটি ধাপকে একটা নতুন রূপ দিয়েছে। আপনাদের সকলকে যথাযথ ধন্যবাদ দেওয়াও বোধহয় সম্ভব নয়।’’ উল্লেখযোগ্য ভাবে ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের কথা উল্লেখ করেননি সোহম। সোহম আরও লিখেছেন, ‘‘দলের ফিজিও, চিকিৎসক, স্পোর্টস থেরাপিস্ট, অপারেশন টিমের সদস্যদেরও অনেক ধন্যবাদ। আপনাদের নিরন্তর সমর্থন ছাড়া, আমার পক্ষে কাজ করা সম্ভব হত না। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’’
সোহমের বিদায় মানতে পারছেন না সিরাজ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘যিনি একাধারে কোচ, পথপ্রদর্শক, পরামর্শদাতা এবং বড় ভাইয়ের মতো ছিলেন, তাঁকে বিদায় জানানো সহজ নয়। তবে এখানেই শেষ নয়। নিশ্চয়ই আবার দেখা হবে। চিরদিন তোমার প্রভাব থাকবে। সাজঘরে, জিমে বা মাঠে সব সময় তোমার অনুপস্থিতি অনুভব করব আমরা।’’ সোহমের সঙ্গে নিজের একাধিক ছবিও পোস্ট করেছেন সিরাজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ের আগে সোহমের হঠাৎ ইস্তফা সমস্যায় ফেলতে পারে ভারতীয় দলকে। তাঁর জায়গায় কে দায়িত্বে আসবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি বোর্ড কর্তারা। শোনা যাচ্ছে, গম্ভীরের সঙ্গে বনিবনা না-হওয়াতেই শনিবার চাকরি ছেড়ে দিয়েছেন সোহম।