(বাঁ দিকে) ক্যামেরুন গ্রিন এবং বেঙ্কি মাইসোর (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে কোনও বিদেশি ক্রিকেটার আইপিএলে এত টাকা পাননি। অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ককে কেকেআর কিনেছি ল ২৪ কোটি ৭৫ লাখ টাকায়। নিজেদের রেকর্ড ভাঙলেন বেঙ্কি মাইসোরেরা। গ্রিনকে দলে নিতে চড়া দাম দিতে হলেও খুশি কেকেআর সিইও।
গ্রিনের জন্য ঝাঁপিয়ে ছিল রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসও। তীব্র লড়াইয়ের পর তাঁকে পেয়ে মাইসোর বলেছেন, ‘‘গ্রিনকে পেয়ে আমরা খুশি। খুব ভাল লাগছে। আমাদের পরিকল্পনায় গ্রিন ছিল। ওকে পাওয়ার আশাও ছিল। তবে গ্রিনকে যে দামে পেয়েছি, তাতে আমরা খুশি। অনেক সময় দাম অনেক বেড়ে যায়। তেমন হলে হয়তো অন্য রকম ভাবতে হত। সত্যি বলতে আমরা গ্রিন নিতে আগ্রহী ছিলাম ঠিকই, তবে মরিয়া ছিলাম না।’’
মাইসোর আরও বলেছেন, ‘‘গ্রিনকে এত দামে কিনতে গিয়ে নিলামের পরবর্তী অংশে আমাদের সমস্যা হবে মনে হলে হয়তো ছেড়ে দিতাম। ভাগ্য ভাল, আমরা যত দূর যেতে পারতাম, তার মধ্যেই ব্যাপারটা মিটে গিয়েছে। গ্রিনকে পাওয়ায় আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে। বিশেষ করে আমাদের নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেল এক জন তরুণ অলরাউন্ডারকে নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তা ছাড়া গ্রিন ব্যাট এবং বল হাতে কী করতে পারে, আমরা জানি। আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে আমরা গ্রিনকে পেয়ে খুশি।’’
মূলত রাসেলের পরিবর্ত হিসাবই গ্রিনকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএলের একাধিক দলের নজর ছিল অজি আলরাউন্ডারের দিকে। শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে সফল শাহরুখ খানের দল।