কেকেআরের আন্দ্রে রাসেল। ছবি: পিটিআই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন আন্দ্রে রাসেল। তার আগে ক্যারিবীয় ক্রিকেটার জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালই সেরা জয়। ওই ম্যাচে জয়ের রান এসেছিল রাসেলের ব্যাট থেকেই। তারা ট্রফিও জিতেছিল।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়কে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেছেন, “২০১৬-র বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেই জয়টাই জীবনের সেরা। আমিই দলকে জিতিয়েছিলাম। সঙ্গে ছিল লেন্ডল সিমন্স। শুরুর দিকের ব্যাটারেরাও অনেক সাহায্য করেছিল।”
ভারতকে যে হারানো যাবে, সে ব্যাপারে গোটা ওয়েস্ট ইন্ডিজ় দল সে দিন আত্মবিশ্বাসী ছিল বলে জানিয়েছেন রাসেল। খোলা মনে খেলেই জিততে পেরেছিলেন সেই ম্যাচ। রাসেলের কথায়, “গোটা স্টেডিয়াম সে দিন ভারতকে সমর্থন করছিল। তার মধ্যে ১৯০-এর বেশি রান তাড়া করে জেতা সত্যিই চাপের ব্যাপার। তবে খুব ভাল পিচে খেলা হয়েছিল। তাই সাজঘরে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, ম্যাচটা জিততে পারব। শুরুটা ভাল হওয়ায় আমি অনেক খোলা মনে খেলতে নেমেছিলাম। ম্যাচটা জিতিয়েও দিই।”
ভারতের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য দু’বল বাকি থাকতেই তুলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। বিরাট কোহলিকে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রাসেল। তিনি ২০ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন। তার আগে বল হাতে নিয়েছিলেন অজিঙ্ক রাহানের উইকেট। ইডেন গার্ডেন্সে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ় হারিয়েছিল ইংল্যান্ডকে। শেষ ওভারে বেন স্টোকসকে পর পর চারটি ছয় মেরে ক্যারিবীয়দের জিতিয়েছিলেন কার্লোস ব্রাথওয়েট।