IPL 2025

রাহানেদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না শাহরুখের, ব্র্যাভোর সঙ্গে নাচ বেঙ্কটেশ, রিঙ্কুর

হায়দরাবাদ ম্যাচে ঘরের মাঠে দাপুটে জয়ে খুশি কেকেআর মালিক শাহরুখ খান। তিনি বার্তা পাঠিয়েছেন দলকে। এ দিকে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার এবং মেন্টর ডোয়েন ব্রাভোর নাচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৭
Share:

কেকেআর মালিক শাহরুখ খান। ছবি: পিটিআই।

হায়দরাবাদ ম্যাচের পর আবার খুশির আবহ ফিরেছে কলকাতা নাইট রাইডার্স দলে। ঘরের মাঠে দাপুটে জয়ে খুশি দলের মালিক শাহরুখ খানও। তিনি লম্বা বার্তা পাঠিয়েছেন দলকে। এ দিকে, ম্যাচের পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার এবং মেন্টর ডোয়েন ব্রাভোর নাচ।

Advertisement

বৃহস্পতিবার জয়ের পর কেকেআরের সাজঘরে এসেছিলেন সিইও বেঙ্কি মাইসোর। তিনিই ‘বসম্যান’, অর্থাৎ শাহরুখের বার্তা পড়ে শোনান সকলকে। কী বলেছেন শাহরুখ? বেঙ্কি পড়ছিলেন, “আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি। ভাল খেলেছ অঙ্গকৃশ। দারুণ ইনিংস এবং বুদ্ধিদীপ্ত কৌশল উপহার দিয়েছে অজিঙ্ক। বেঙ্কটেশ, খুব দূরে তাকিয়ো না। ক্রিজ়ে আরও সময় কাটানোর চেষ্টা করো। ওটাই তোমার আসল জায়গা। রিঙ্কু, কত দিন পরে তোমার মুখে হাসি দেখলাম। তুমি একজন চ্যাম্পিয়ন।”

শাহরুখ আরও বলেছেন, “বোলারেরা খুব ভাল বল করেছে। সুনীল এবং বরুণ, তোমাদের একসঙ্গে বল করতে দেখলে অসাধারণ লাগে। তোমাদের দু’জনকে পেয়ে আমি ভাগ্যবান। হর্ষিত, খুব ভাল ক্যাচ নিয়েছ। দারুণ বল করেছ। বৈভব, তুমি আজকের তারকা। আমরা আজ পরিকল্পনা দারুণ কাজে লাগাতে পেরেছি। আন্দ্রে, মইন ভাই, রমনদীপ, সবাই মিলে একসঙ্গে চেষ্টা করেছে। অনুকূল, দারুণ ক্যাচ নিয়েছ। এই ম্যাচ থেকে একটা শিক্ষা পাওয়া গিয়েছে। কুইনির (কুইন্টন ডি’কক) কথা শোনো। তোমাদের সঙ্গে আজ পার্টি করতে পারলে ভাল লাগত। দ্রুতই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।”

Advertisement

শুক্রবার কেকেআরের পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, উনিয়ালের গাওয়া ‘বর্তমান’ গানের সঙ্গে নাচছেন রিঙ্কু, বেঙ্কটেশ এবং ব্রাভো। সেই নাচের ধরনকে বলা হচ্ছে ‘সিঙ্ক পাগলু’, যা এখন সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। বেঙ্কটেশের সমালোচকদের খোঁচা দিতেও ছাড়েনি কেকেআর। একটি পোস্টে তারা লিখেছে, “পারফরম্যান্স অনেক কথা বলে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement