IPL 2025

সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে! ইংরেজ ক্রিকেটারের নির্বাসনকে সমর্থন কেকেআরের মইনের

দল পেলেও আইপিএলের ঠিক আগে নাম তুলে নেওয়ায় ভারতীয় বোর্ড দু’বছর নির্বাসিত করেছে হ্যারি ব্রুককে। অনেকেই ব্রুকের নির্বাসনকে কঠোর বলেছেন। তাঁদের সঙ্গে একমত নন মইন আলি। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:৪৭
Share:

(বাঁ দিক) হ্যারি ব্রুক। মইন আলি (ডান দিকে)। — ফাইল চিত্র।

দল পেলেও আইপিএলের ঠিক আগে নাম তুলে নেওয়ায় ভারতী বোর্ড (বিসিসিআই) দু’বছর নির্বাসিত করেছে হ্যারি ব্রুককে। পরের বছরও আইপিএলে খেলতে পারবেন না তিনি। অনেকেই ব্রুকের নির্বাসনকে কঠোর বলেছেন। তাঁদের সঙ্গে একমত নন মইন আলি। কেকেআরের ক্রিকেটারের মতে, ঠিক কাজই করা হয়েছে ব্রুকের সঙ্গে। দেশজ সতীর্থেরই সমালোচনা করেছেন তিনি।

Advertisement

মহা নিলামে দিল্লি ক্যাপিটালস ৬.৫ কোটি টাকায় কিনেছিল ব্রুককে। কিন্তু দেশকে প্রাধান্য দেবেন বলে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন তিনি। তার পরেই নেমে এসেছে নির্বাসনের খাড়া। মইনের মতে, এই শাস্তি ভবিষ্যতের এমন কাজ করা থেকে ক্রিকেটারদের বিরত রাখবে।

কেকেআরের অলরাউন্ডার বলেছেন, “মোটেই কঠোর শাস্তি নয়। বরং আমি একমত। কারণ অনেকেই এই কাজ করে পার পেয়ে যায়। অতীতে অনেক বার এমন হয়েছে। আইপিএলে ফিরে আসার পর অনেকেই আগের থেকে ভাল অর্থ পেয়েছে।”

Advertisement

মইনের মতে, আইপিএলের সময়ে ব্রুককে রেখেই পরিকল্পনা সাজিয়েছিল দিল্লি। এখন আবার নতুন করে ভাবতে হবে তাদের, যা মোটেই সহজ নয়। মইন বলেছেন, “ও দলের পরিকল্পনা পুরো ভেস্তে দিয়েছে। নিয়মে বলাই আছে যে পারিবারিক কারণ, চোট বা গুরুতর কিছু না হলে নির্বাসন হবেই। চোট পেলে ঠিক আছে। যদি এমনি এমনিই কেউ নাম তুলে নেয়, তাকে তো ছেড়ে দেওয়া ঠিক হবে না। এ ক্ষেত্রে দলগুলোর নির্বাসনের দাবিকে আমি সমর্থন করি। কারণ আচমকা নাম তুলে দিলে সব পরিকল্পনাই ভেস্তে যায়।”

মইনের সংযোজন, “ব্রুক ভাল ক্রিকেটার। তাই ওকে ঘিরেই যে দিল্লি পরিকল্পনা সাজিয়েছিল এটা বোঝা খুব স্বাভাবিক। হঠাৎ করে এ ভাবে নাম তুলে নেওয়া যায় নাকি!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement