India vs England 2025

গম্ভীরের চিন্তা কমাচ্ছেন রাহুল, বাড়াচ্ছেন যশস্বী, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে রান পেলেন অভিমন্যু

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১১৬ রান করেছিলেন রাহুল। দ্বিতীয় ইনিংসে করলেন ৫১ রান। আইপিএল খেলে গিয়েই ইংল্যান্ডে নেমে পড়েছিলেন তিনি। পাঁচ টেস্টের সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ২৩:৪৭
Share:

লোকেশ রাহুল। ছবি: পিটিআই।

প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান। ইংল্যান্ডের পিচে লোকেশ রাহুলের রান পাওয়া স্বস্তি দেবে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। কিন্তু তাঁর চিন্তা বাড়িয়ে দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। একটি ইনিংসেও সে ভাবে রান পেলেন না তরুণ বাঁহাতি ওপেনার। তৃতীয় দিনের শেষে ভারত এ এগিয়ে ১৮৪ রানে।

Advertisement

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১১৬ রান করেছিলেন রাহুল। দ্বিতীয় ইনিংসে করলেন ৫১ রান। আইপিএল খেলে গিয়েই ইংল্যান্ডে নেমে পড়েছিলেন তিনি। পাঁচ টেস্টের সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ফলও পাচ্ছেন। যতই ইংল্যান্ডের দ্বিতীয় বা তৃতীয় সারির পেসার বল করুক, পরিবেশটা তো আলাদা। সেই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন রাহুল।

অভিজ্ঞ রাহুল যেটা করে দেখাচ্ছেন, সেটাই পারলেন না যশস্বী। তরুণ ওপেনার প্রথম ইনিংসে করেছিলেন ১৭ রান। দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র ৫ রান। প্রথম বার ভারতের হয়ে ইংল্যান্ডে ওপেন করবেন যশস্বী। তাঁর সামনে কঠিন পরীক্ষা। তাই দ্রুত ফর্মে ফিরতে হবে তাঁকে। মনে রাখতে হবে খেলাটা সাদা বলে নয় এবং ভারতীয় পিচেও নয়। তাই ব্যাটারদের দক্ষতার পরীক্ষা বার বার নেবেন বোলারেরা।

Advertisement

রান পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন। বাংলার ব্যাটার ভারত এ দলের অধিনায়ক। কিন্তু শেষ ইনিংসে সে ভাবে নজর কাড়তে পারেননি। গত ম্যাচে ওপেন করতে নেমে ৮ এবং ৬৮ রান করেছিলেন। রবিবার তিনি করেন ৮০ রান। দিনের শেষ দিকে উইকেট দিয়ে আসেন ক্রিস ওকসকে।

ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়েন বাঁহাতি পেসার খলিল আহমেদ। তাঁকে যদিও টেস্ট দলে রাখা হয়নি। ভারতীয় দলে থাকা শার্দূল ঠাকুর কোনও উইকেট পাননি। নীতীশ কুমার রেড্ডী নেন একটি উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement