বরুণ চক্রবর্তীর সঙ্গে আন্দ্রে রাসেল। ছবি: পিটিআই।
ইডেনে শেষ ওভারে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১ রানে জিতেছে তারা। সেই জয় তাদের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উপরে তুলে দিয়েছে। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ছিল কলকাতা। রবিবার জিতে তারা উঠে এল ছ’নম্বরে।
আইপিএলে এখন প্লে-অফে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোনও দলই এখনও নিজেদের জায়গা পাকা করতে পারেনি। শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে। তাদের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে কলকাতা। তবে তাদের আশা এখনও বেঁচে আছে। কলকাতা বাকি সব ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌঁছতে পারে। উপরের দিকে থাকা বাকি দলগুলি যদি পয়েন্ট নষ্ট করে, তাহলে এখনও সুযোগ রয়েছে কলকাতার। রবিবার রাজস্থানের বিরুদ্ধে ১ রানে জয় তাদের আশা বাঁচিয়ে রাখল।
এই মুহূর্তে প্রথম চারে না থাকলেও কলকাতার সঙ্গে প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ ১০ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। তারা সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে। লখনউ ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। ফলে ১৮ পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। দিল্লি সব ম্যাচ জিতলে পৌঁছে যাবে ২০ পয়েন্টে। ফলে কলকাতার সঙ্গে বাকি দলগুলিও প্লে-অফে ওঠার জন্য মরিয়া লড়াই করবে।
রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা ২০৬ রান করে। আন্দ্রে রাসেল ২৫ বলে ৫৭ রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। সেই রান তাড়া করতে নেমে রাজস্থান ইনিংস শেষ করে ২০৫ রানে। শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু সেই রান করতে পারেনি রাজস্থান।