(বাঁ দিক থেকে) লোকেশ রাহুল, বেঙ্কটেশ আয়ার ও সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।
গত বছর হয়েছিল আইপিএলের বড় নিলাম। দল গুছিয়ে নিয়েছিল ১০ ফ্র্যাঞ্চাইজ়ি। কিন্তু তার পরেও ফাঁক থেকেই গিয়েছে। এ বারের ছোট নিলামে সেই সব ফাঁক ভরাট করার লক্ষ্যে নামবে দলগুলি। ডিসেম্বর মাসের মাঝামাঝি হতে পারে আইপিএলের ছোট নিলাম। তার আগে ১৫ নভেম্বর ক্রিকেটার ধরে রাখার শেষ দিন। তার মধ্যেই জানাতে হবে কাদের ছেড়ে দিল আইপিএলের ১০ দল।
সাধারণত, ছোট নিলামে খুব একটা বড় নাম দেখা যায় না। বেশির ভাগ তারকা ক্রিকেটারকে ধরে রাখে দলগুলি। কিন্তু এ বারের নিলাম আলাদা। সেখানে বেশ কিছু দল অনেক তারকাকে ছেড়ে দিতে পারে। কোন দল কাদের ছাড়তে পারে তা খুঁজে দেখল আনন্দবাজার ডট কম।
কলকাতা নাইট রাইডার্স
গত বার কয়েক জন ক্রিকেটারের পিছনে অনেক টাকা খরচ করেছিল কেকেআর। কিন্তু তাঁরা ভাল খেলতে পারেননি। ফলে দলকে ডুবতে হয়েছে। কলকাতা চাইছে এক নতুন অধিনায়ক। তা ছাড়া টপ ও মিডল অর্ডার এবং পেস বোলিংয়েও বিকল্প চাইছে তারা। ফলে এ বার অনেক বড় নাম ছাড়তে পারে কেকেআর। তাঁরা হলেন— বেঙ্কটেশ আয়ার (সরাসরি অন্য দলে যেতে পারেন), মইন আলি, কুইন্টন ডি’কক, স্পেনসার জনসন, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, আনরিখ নোখিয়ে, চেতন সাকারিয়া।
বেঙ্কটেশ আয়ার। —ফাইল চিত্র।
চেন্নাই সুপার কিংস
গত বারের আইপিএলের মাঝেই দলে বেশ কিছু পরিবর্তন করেছিল চেন্নাই। গত বার দলের মিডল অর্ডার ব্যর্থ হয়েছিল। অভিজ্ঞ ক্রিকেটারেরা খেলতে পারেননি। ফলে মরসুমের মাঝেই বেশ কিছু তরুণ মুখকে নেওয়া হয়েছিল। গত বার রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায় মাঝপথে অধিনায়কত্ব করতে হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে। এ বার রুতুরাজ হয়তো আবার অধিনায়কত্বে ফিরবেন। দলের কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়তে পারেন ধোনিরা। তাঁরা হলেন— রবিচন্দ্রন অশ্বিন (অবসর নিয়েছেন), রবীন্দ্র জাডেজা (সরাসরি অন্য দলে যেতে পারেন) দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠি, স্যাম কারেন, ডেভন কনওয়ে, বংশ বেদি, কমলেশ নাগারকোটি, জেমি ওভারটন।
রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১৮ বছরের খরা কাটিয়ে গত বার চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। শোনা যাচ্ছে, মালিকানা বদল হতে পারে বিরাট কোহলিদের দলের। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুও দলে বেশ কিছু বদল করতে পারে। গত বার চ্যাম্পিয়ন হলেও দলের পেস বোলিং সমস্যায় ফেলেছিল। যে ক্রিকেটারদের তারা ছাড়তে পারে, তাঁরা হলেন— মায়াঙ্ক আগরওয়াল, লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট, নুয়ান তুষারা, রাশিখ দার, স্বপ্নিল সিংহ, অভিনন্দন সিংহ, মোহিত রাঠী, মনোজ ভান্ডাগে, ব্লেসিং মুজারাবানি, যশ দয়াল।
যশ দয়াল। —ফাইল চিত্র।
মুম্বই ইন্ডিয়ান্স
বেশ কয়েক বছর ধরে ট্রফির খরা চলছে মুম্বইয়ে। তাই এ বার তারা দলে কিছু বদল করতে পারে। ভারতীয় ব্যাটার ও বিদেশি পেসারের দিকে নজর রয়েছে হার্দিক পাণ্ড্যদের। ফলে যে ক্রিকেটারদের মুম্বই ছাড়তে পারে, তাঁরা হলেন— বেভন জেকবস, শ্রীজিথ কৃষ্ণন, রাজ অঙ্গদ বাওয়া, দীপক চাহার, রিচি টপলি, ভি সত্যনারায়ণ, মুজিব-উর-রহমান, রঘু শর্মা, রিচার্ড গ্লিসন, রাঘব গয়াল, পীযূষ চাওলা, সন্দীপ ওয়ারিয়র।
দীপক চাহার। —ফাইল চিত্র।
পঞ্জাব কিংস
গত বার ফাইনাল খেলেছিল পঞ্জাব। দলের বেশির ভাগ ক্রিকেটার ভাল খেলেছিলেন। তার পরেও এ বার দলে কিছু বদল করতে পারে তারা। স্পিনার-অলরাউন্ডার ও মিডল অর্ডার ব্যাটারের জন্য বিদেশির দিকে ঝুঁকতে পারেন শ্রেয়স আয়ারেরা। সেই কারণে কিছু ক্রিকেটারকে ছাড়তে পারে পঞ্জাব। তাঁরা হলেন— মার্কাস স্টোইনিস, আজ়মাতুল্লা ওমরজাই, অ্যারন হার্ডি, মুশির খান, কুলদীপ সেন, কাইল জেমিসন, লকি ফার্গুসন।
মার্কাস স্টোইনিস। —ফাইল চিত্র।
লখনউ সুপার জায়ান্টস
গত বারও প্লে-অফে উঠতে পারেনি লখনউ। ঋষভ পন্থকে সবচেয়ে বেশি ২৭ কোটি টাকা দিয়ে অধিনায়ক করেও কোনও লাভ হয়নি সঞ্জীব গোয়েন্কার দলের। ভুগিয়েছে দলের বোলিং আক্রমণ। বিশেষ করে ভারতীয় পেসারেরা ভাল খেলতে পারেননি। ফলে ছোট নিলামে দলের পেস আক্রমণ বদলের লক্ষ্য নামবে লখনউ। সেই কারণে, বেশ কিছু পেসারকে ছাড়তে পারে তারা। লখনউ যাঁদের ছাড়তে পারে তাঁরা হলেন— আবেশ খান, আকাশদীপ, আকাশ সিংহ, শামার জোসেফ, প্রিন্স যাদব, শার্দূল ঠাকুর, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধরি, মায়াঙ্ক যাদব।
আকাশদীপ। —ফাইল চিত্র।
গুজরাত টাইটান্স
গুজরাতও এ বার নিজেদের দলে বেশ কিছু বদল করতে পারে। ভাল ঘরোয়া ক্রিকেটার খুঁজছে তারা। কোপ পড়তে পারে কিছু বিদেশি ক্রিকেটারের উপর। ব্যাটিং গভীরতা বাড়াতেই এই পরিকল্পনা। নিলামের আগে গুজরাত যাঁদের ছাড়তে পারে তাঁরা হলেন— কুশল মেন্ডিস, জয়ন্ত যাদব, করিম জনত, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েৎজ়ি, ইশান্ত শর্মা, রাহুল তেওতিয়া, কুলবন্ত খেজরোলিয়া, মহিপাল লোমরোর, নিশান্ত সিন্ধু।
রাহুল তেওতিয়া। —ফাইল চিত্র।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি গত বার ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাবে ভুগেছে। এক সময় পর পর জিততে থাকা দল মুখ থুবড়ে পড়েছে। তাই এ বার সেই ক্রিকেটারদের ছাড়তে পারে তারা। বাদ পড়তে পারেন কিছু বড় নামও। দিল্লি যাঁদের ছাড়তে পারে তাঁরা হলেন— লোকেশ রাহুল (অন্য দলে সরাসরি যেতে পারেন), করুণ নায়ার, ডোনোভান ফেরেইরা, সেদিকুল্লাহ অটল, ট্রিস্টান স্টাবস (অন্য দলে সরাসরি যেতে পারেন), মিচেল স্টার্ক, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা, ত্রিপূর্ণ বিজয়, মানবন্ত কুমার, অজয় মন্ডল, টি নটরাজন।
লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
সানরাইজার্স হায়দরাবাদ
বেশ কিছু বড় বদল হতে পারে এই দলে। বিশেষ করে দলের বোলিং আক্রমণে। পাশাপাশি মিডল অর্ডারেও নতুন ক্রিকেটারের দিকে ঝুঁকতে পারে তারা। বেশ কয়েক জন তারকাকে বাদ দিয়ে বড় অঙ্কের টাকা নিয়ে নিলামে যেতে পারে হায়দরাবাদ। যাঁরা বাদ যেতে পারেন, তাঁরা হলেন— ঈশান কিশন, হাইনরিখ ক্লাসেন, হর্ষল পটেল, উইয়ান মুল্ডার, মহম্মদ শামি, রাহুল চাহার, জয়দেব উনাতকাত, সচিন বেবি, এস রবিচন্দ্রন, অভিনব মনোহর, অ্যাডাম জ়াম্পা।
মহম্মদ শামি। —ফাইল চিত্র।
রাজস্থান রয়্যালস
সবচেয়ে বড় চমক দিতে পারে রাজস্থান। দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকেই ছাড়তে পারে তারা। পাশাপাশি নতুন অধিনায়ক ও উইকেটরক্ষক এবং মিডল অর্ডারে নতুন ক্রিকেটার নেওয়ার জন্য আরও কয়েক জনকে ছাড়তে পারে রাজস্থান। নিলামের আগে রাজস্থান যাঁদের ছাড়তে পারে তাঁরা হলেন— সঞ্জু স্যামসন (সরাসরি যেতে পারেন অন্য দলে), শুভম দুবে, লুয়ান দ্রে প্রিটোরিয়াস, জফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, ফজলহরক ফারুকি, কেওয়ানা মাফাকা, ওয়ানিন্দু হাসরঙ্গ, অশোক শর্মা, কুমার কার্তিকেয়, কুণাল রাঠৌর।
সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।