ICC Ranking

বিরাটের জায়গা ছিনিয়ে নিলেন লিটন! বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলায় উন্নতি শ্রেয়সের

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রান না পাওয়ায় আইসিসি তালিকায় পিছিয়ে গেলেন বিরাট কোহলি। তাঁর জায়গায় চলে এলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। বিরাটের জায়গা ছিনিয়ে নিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:১০
Share:

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেছেন লিটন দাস। রান করায় পুরস্কার পেয়েছেন তিনি। —ফাইল চিত্র

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রান না পাওয়ায় আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় আরও পিছিয়ে গেলেন বিরাট কোহলি। তাঁর জায়গা দখল করে নিলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। এ দিকে বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলায় আইসিসি তালিকায় অনেকটা লাফ দিলেন শ্রেয়স আয়ার।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে কোহলি ছিলেন ১২তম স্থানে। বাংলাদেশের বিরুদ্ধে দু’টেস্টের চার ইনিংসে মাত্র ৪৫ রান করেছেন তিনি। তার ফলে তালিকায় অবনতি হয়েছে তাঁর। ১৪তম স্থানে নেমে গিয়েছেন তিনি। কোহলির পয়েন্ট ৬৭৬। সেই জায়গায় উঠে এসেছেন লিটন। তিনি ছিলেন ১৪তম স্থানে। কিন্তু ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেছেন লিটন। তাই ১২তম স্থানে উঠে এসেছেন তিনি। লিটনের পয়েন্ট ৭০২।

টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটে কোহলি ছন্দে ফিরলেও টেস্টে এখনও ছন্দে ফিরতে পারেননি তিনি। ২০২২ সালে ৬টি টেস্টে ২৬৫ রান করতে পেরেছেন কোহলি। তাই ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি।

Advertisement

অন্য দিকে টেস্টে সুযোগ কাজে লাগাচ্ছেন শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টে ২০২ রান করেছেন। দ্বিতীয় টেস্টে অল্পের জন্য শতরান ফস্কেছেন তিনি। ভাল খেলার পুরস্কার পেয়েছেন শ্রেয়স। টেস্টে ব্যাটারদের তালিকায় ১০ ধাপ উঠেছেন তিনি। ৬৬৬ পয়েন্ট নিয়ে পৌঁছে গিয়েছেন ১৬তম স্থানে।

টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাশ লাবুশেন। তাঁর পয়েন্ট ৯৩৬। দ্বিতীয় স্থানে ৮৭৫ পয়েন্ট নিয়ে রয়েছেন বাবর আজ়ম। তিন নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৮৭০। চার নম্বরে রয়েছেন তাঁরই সতীর্থ ট্রাভিস হেড। তাঁর পয়েন্ট ৮২৬। পাঁচ নম্বরে ৮২৬ পয়েন্ট নিয়ে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট।

প্রথম দশে ভারতের মাত্র দু’জন ব্যাটার রয়েছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর পয়েন্ট ৭৯৭। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে না পারলেও নবম স্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭৩২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন