সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল ভারতীয় ক্রিকেট দল। পাক বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে চ্যাম্পিয়নের ট্রফি নিলেন না সূর্যকুমার যাদবেরা।
রানার আপের চেক নিলেও তা ছুড়ে ফেলেন দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। তাঁকে দেখে বোঝা গেল, রেগে রয়েছেন তিনি।
সঞ্চালক সাইমন ডুল জানালেন, পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল দেবেন নকভি। কিন্তু তাঁর বদলে অন্য এক কর্তা আমিরুল ইসলামের কাছ থেকে মেডেল পেলেন সলমন আলি আঘারা।
সওয়া ১ ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন নকভি। এখন দেখার তাঁর হাত থেকে ভারতীয় ক্রিকেটারেরা পুরস্কার নেন কি না।
ভারতীয় ক্রিকেটারেরাও অপেক্ষা করছেন মাঠে। শোনা যাচ্ছে, তাঁরা নকভির কাছ থেকে পুরস্কার নিতে চাইছেন না।
মহসিন নকভি মাঠে অপেক্ষা করছেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের দেখা নেই। মাঠে দাঁড়িয়ে কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা গিয়েছে নকভিকে। তাঁকে দেখে বোঝা যাচ্ছে, বেশ রেগে রয়েছেন তিনি।