India Vs Australia Series 2025

ক্যানবেরায় থামল না বৃষ্টি, ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

এক দিনের সিরিজ় ১-২ হেরেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটাও ভাল হল না। ক্যানবেরায় বৃষ্টিতে ভেস্তে গেল খেলা। ফলে বাকি চার ম্য়াচের উপর নির্ভর করছে সিরিজ়ের ভাগ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:১৭
Share:

অনেক চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করে তুলতে পারলেন না মাঠকর্মীরা। ছবি: এক্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:৩৩ key status

ভেস্তে গেল খেলা

আর খেলা শুরু করা গেল না। বৃষ্টিতে খেলা ভেস্তে গেল। ফলে এ বার বাকি চার ম্যাচে সিরিজ়ের ফয়সালা হবে। 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:২৩ key status

৫ ওভারের ম্যাচের জন্যও সময় বেশি নেই

যা পরিস্থিতি তাতে ক্যানবেরায় আর ভারতের ব্যাট করার সম্ভাবনা নেই। যদি ৫ ওভারের ম্যাচ করাতে হয় তা হলে ভারতীয় সময় বিকাল ৪:৫০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হবে। নইলে ম্যাচ ভেস্তে যাবে। যদি ৫ ওভারের খেলা হয় তা হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য থাকবে ৭১ রান।

Advertisement
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:২৬ key status

এ বার জোরে বৃষ্টি ক্যানবেরায়

ক্যানবেরায় এ বার জোরে বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা বন্ধ রয়েছে। অর্থাৎ, আবার ওভার কমতে পারে। খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ৯.৪ ওভারে ৯৭/১। সূর্যকুমার ৩৯ ও শুভমন ৩৭ রানে খেলছেন। 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:২৫ key status

৫০ রানের জুটি সূর্য-শুভমনের, হাত খুলছেন দুই ব্যাটার

রান তোলার গতি বাড়িয়েছেন সূর্যকুমার যাদব ও শুভমন গিল। বিশেষ করে সূর্যকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছে। নেথান এলিসের এক ওভারে দু’টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ৫০ রানের জুটি গড়েছেন তাঁরা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:১৪ key status

সূর্যের ক্যাচ ফস্কালেন ফিলিপ

জ়েভিয়ার বার্টলেটের বল সামনের দিকে খেলার চেষ্টা করেছিলেন সূর্য। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে যান জশ ফিলিপ। ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। হাতে লেগে বল মাটিতে পড়ে যায়। ১৮ রানের মাথায় এক বার জীবন পেলেন ভারত অধিনায়ক। 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:০৬ key status

ভারতের রান ৫০ পার

ষষ্ঠ ওভারে ৫০ পার হল ভারতের। ৬ ওভার শেষে দলের রান ৫৩। শুভমন ২২ ও সূর্য ১২ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:৫৯ key status

শুরু খেলা

বৃষ্টি থামতে আবার খেলা শুরু হল। ক্রিজ়ে রয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিল। 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:৫০ key status

কমল ওভার

বৃষ্টি থেমেছে। আম্পায়ার জানিয়ে দিয়েছেন, ভারতীয় সময় দুপুর ৩টে থেকে আবার খেলা শুরু হবে। তবে ওভার কমেছে। ২০ ওভারের বদলে দু’দল ১৮ ওভার করে খেলবে। ৫.২ ওভারের হবে পাওয়ার প্লে। তিন জন বোলার সর্বাধিক ৪ ওভার বল করতে পারবেন। দু’জন বোলার সর্বাধিক ৩ ওভার বল করতে পারবেন। 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:১৮ key status

বৃষ্টিতে বন্ধ খেলা

ক্যানবেরায় বৃষ্টির পূর্বাভাস ছিলই। ভারতের ইনিংসের ৫ ওভারের পর বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ। ক্রিকেটারেরা ডাগ আউটে বসে রয়েছেন। 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৪:০৮ key status

আউট অভিষেক

চালিয়ে খেলার মাসুল দিতে হল অভিষেক শর্মাকে (১৯)। চতুর্থ ওভারেই ফিরলেন তিনি। এলিসের বলে ক্যাচ নিলেন ডেভিড। 

ভারত ৩৬-১।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:৫৭ key status

আগ্রাসী খেলছেন অভিষেক

শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেছেন অভিষেক। তিনটি চার মেরেছেন ইতিমধ্যেই। ভারত ১৭-০।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:৩৮ key status

বল নিয়ে জাগলিং অভিষেকের

ব্যাট করতে নামার আগেই প্রায়ই এই কাজ করে থাকেন অভিষেক শর্মা। ব্যাট দিয়ে বল নিয়ে জাগলিং করলেন তিনি। মনঃসংযোগ বাড়াতেই এই কাজ করেন।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:২৩ key status

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

মিচেল মার্শ, ট্রেভিস হেড, জশ ইংলিস, টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, জশ ফিলিপ, জেভিয়ার বার্টলেট, নেথান এলিস, ম্যাট কুনেম্যান এবং জশ হেজ়‌লউড।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:২১ key status

ভারতের প্রথম একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর পটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:২০ key status

পিচ কেমন?

পিচে ঘাস রয়েছে। ফলে বল পড়ে ভাল ভাবেই ব্যাটে আসবে। বলের নড়াচড়াও থাকবে। পরের দিকে শিশির পড়তে পারে।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:১৮ key status

টস হারলেন সূর্যকুমার

টসে হারার রোগ কাটছে না ভারতের। ক্যানবেরায় প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে হবে ভারতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement