অনেক চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করে তুলতে পারলেন না মাঠকর্মীরা। ছবি: এক্স।
আর খেলা শুরু করা গেল না। বৃষ্টিতে খেলা ভেস্তে গেল। ফলে এ বার বাকি চার ম্যাচে সিরিজ়ের ফয়সালা হবে।
যা পরিস্থিতি তাতে ক্যানবেরায় আর ভারতের ব্যাট করার সম্ভাবনা নেই। যদি ৫ ওভারের ম্যাচ করাতে হয় তা হলে ভারতীয় সময় বিকাল ৪:৫০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হবে। নইলে ম্যাচ ভেস্তে যাবে। যদি ৫ ওভারের খেলা হয় তা হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য থাকবে ৭১ রান।
ক্যানবেরায় এ বার জোরে বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা বন্ধ রয়েছে। অর্থাৎ, আবার ওভার কমতে পারে। খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ৯.৪ ওভারে ৯৭/১। সূর্যকুমার ৩৯ ও শুভমন ৩৭ রানে খেলছেন।
রান তোলার গতি বাড়িয়েছেন সূর্যকুমার যাদব ও শুভমন গিল। বিশেষ করে সূর্যকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছে। নেথান এলিসের এক ওভারে দু’টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ৫০ রানের জুটি গড়েছেন তাঁরা।
জ়েভিয়ার বার্টলেটের বল সামনের দিকে খেলার চেষ্টা করেছিলেন সূর্য। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে যান জশ ফিলিপ। ঝাঁপিয়েও বল ধরতে পারেননি তিনি। হাতে লেগে বল মাটিতে পড়ে যায়। ১৮ রানের মাথায় এক বার জীবন পেলেন ভারত অধিনায়ক।
ষষ্ঠ ওভারে ৫০ পার হল ভারতের। ৬ ওভার শেষে দলের রান ৫৩। শুভমন ২২ ও সূর্য ১২ রান করে খেলছেন।
বৃষ্টি থামতে আবার খেলা শুরু হল। ক্রিজ়ে রয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিল।
বৃষ্টি থেমেছে। আম্পায়ার জানিয়ে দিয়েছেন, ভারতীয় সময় দুপুর ৩টে থেকে আবার খেলা শুরু হবে। তবে ওভার কমেছে। ২০ ওভারের বদলে দু’দল ১৮ ওভার করে খেলবে। ৫.২ ওভারের হবে পাওয়ার প্লে। তিন জন বোলার সর্বাধিক ৪ ওভার বল করতে পারবেন। দু’জন বোলার সর্বাধিক ৩ ওভার বল করতে পারবেন।
ক্যানবেরায় বৃষ্টির পূর্বাভাস ছিলই। ভারতের ইনিংসের ৫ ওভারের পর বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ। ক্রিকেটারেরা ডাগ আউটে বসে রয়েছেন।
চালিয়ে খেলার মাসুল দিতে হল অভিষেক শর্মাকে (১৯)। চতুর্থ ওভারেই ফিরলেন তিনি। এলিসের বলে ক্যাচ নিলেন ডেভিড।
ভারত ৩৬-১।
শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেছেন অভিষেক। তিনটি চার মেরেছেন ইতিমধ্যেই। ভারত ১৭-০।
ব্যাট করতে নামার আগেই প্রায়ই এই কাজ করে থাকেন অভিষেক শর্মা। ব্যাট দিয়ে বল নিয়ে জাগলিং করলেন তিনি। মনঃসংযোগ বাড়াতেই এই কাজ করেন।
মিচেল মার্শ, ট্রেভিস হেড, জশ ইংলিস, টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, জশ ফিলিপ, জেভিয়ার বার্টলেট, নেথান এলিস, ম্যাট কুনেম্যান এবং জশ হেজ়লউড।
অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর পটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।
পিচে ঘাস রয়েছে। ফলে বল পড়ে ভাল ভাবেই ব্যাটে আসবে। বলের নড়াচড়াও থাকবে। পরের দিকে শিশির পড়তে পারে।