লোকেশ রাহুল। ছবি: এক্স।
৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। বাভুমারা শেষ পর্যন্ত করেন ৩৬২ রান। বস ২৯ এবং মহারাজ ১০ রানে অপরাজিত থাকলেন।
ব্যাট করছেন বস (২০) এবং মহারাজ (৭)। দক্ষিণ আফ্রিকা ৩৫০/৬।
অর্শদীপের বলে মারতে গিয়ে রুতুরাজের হাতে ক্যাচ দিয়ে আউট জানসেন (২)। দক্ষিণ আফ্রিকা ৩২২/৬। জয়ের জন্য ৩৩ বলে ৩৭ রান চাই বাভুমাদের।
প্রসিদ্ধের বলে এলবিডব্লিউ ব্রিৎজ়কে (৬৮)। দক্ষিণ আফ্রিকা ৩১৭/৫। জয়ের জন্য বাভুমাদের চাই ৩৭ বলে ৪২ রান।
দক্ষিণ আফ্রিকা ৩০৪/৪। ব্যাট করছেন ব্রিৎজ়কে (৬২) এবং ডিজ়র্জ়ি (৭)। জয়ের জন্য বাভুমাদের চাই ৪৩ বলে ৫৪ রান।
কুলদীপকে ছয় মারতে গিয়ে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট ব্রেভিস (৫৪)। দক্ষিণ আফ্রিকা ২৮৯/৪।
ব্যাট করছেন ব্রেভিস (২৯) এবং ব্রিৎজকে (৪৪)। দক্ষিণ আফ্রিকা ২৫২/৩। জয়ের জন্য চাই ৮১ বলে ১০৭ রান।
হর্ষিতের বলে রুতুরাজের হাতে ক্যাচ দিয়ে আউট মার্করাম (১১০)। দক্ষিণ আফ্রিকা ১৯৭/৩।
প্রসিদ্ধের বলে হর্ষিতের হাতে ক্যাচ দিয়ে আউট বাভুমা (৪৬)। দক্ষিণ আফ্রিকা ১২৭/২।
এডেন মার্করাম ৩১ ও টেম্বা বাভুমা ১০ রানে খেলছেন।
অর্শদীপের বলে ওয়াশিংটনের হাতে ক্যাচ দিয়ে আউট ডি’কক (৮)। দক্ষিণ আফ্রিকা ২৬/১।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ইনিংস শেষ হল ৫ উইকেটে ৩৫৮ রানে। রাহুল ৬৬ এবং জাডেজা ২৪ রানে অপরাজিত থাকলেন।
রান আউট ওয়াশিংটন (১)। নিজের ভুলে আউট হলেন তিনি। ভারত ২৮৯/৫।
১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট কোহলি। ২২ গজে রয়েছেন রাহুল (২১) ভারত ২৮৪/৪।
টানা দু’টি এক দিনের ম্যাচে শতরান কোহলির। এক দিনের ক্রিকেটে ৫৩তম শতরান পূর্ণ করলেন ৯০ বলে।
১০৫ রান করে জানসেনের বলে আউট রুতুরাজ। কোহলির সঙ্গে ১৯৫ রানে জুটি ভাঙল। ভারত ২৫৭/৩।
এক দিনের ক্রিকেটে প্রথম শতরান রুতুরাজের। ৭৭ বলে শতরান পূর্ণ করলেন তিনি।