জো রুট। ছবি: পিটিআই।
ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৫১। রুট ৯৯ ও স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
পঞ্চম উইকেটে জুটি বেঁধেছেন জো রুট ও বেন স্টোকস। দু’জনের মধ্যে অর্ধশতরানের জুটি হয়েছে। জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা।
হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করে উইকেট পাননি বুমরাহ। এজবাস্টনে খেলেননি তিনি। লর্ডসে প্রথম উইকেট নিতে ১৬ ওভার লেগে গেল তাঁর। অবশেষে বুমরাহের ভিতরের দিকে ঢুকে আসা বলে ১১ রানের মাথায় বোল্ড হলেন হ্যারি ব্রুক। ১৭২ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড।
চা বিরতির পর শুরুটা ভাল হল ভারতের। প্রথম বলেই ওলি পোপকে আউট করলেন জাডেজা। তাঁর বল পোপের ব্য়াটের কানায় লাগে। ভাল ক্যাচ ধরেন পরিবর্ত উইকেটরক্ষক জুরেল। ৪৪ রানে আউট পোপ। ১৫৩ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
এখনও ঋষভ পন্থ মাঠে নামতে পারলেন না। তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। পন্থের বদলে ধ্রুব জুরেলই উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন।
নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন জো রুট। এজবাস্টনে রান না পেলেও লর্ডসে প্রথম ইনিংসে অর্ধশতরান করেছেন তিনি।
ইংল্যান্ডকে খেলায় ফেরালেন জো রুট ও ওলি পোপ। শতরানের জুটি গড়লেন তাঁরা। জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা।
৩৬ ওভারে ১০০ পার হল ইংল্যান্ডের। রান তোলার গতি দেখেই বোঝা যাচ্ছে, সাবধানে ব্যাট করছে তারা।
আঙুলে চোট পাওয়ার পর বেশি ক্ষণ খেলতে পারলেন না পন্থ। মাঠের বাইরে তিনি। পন্থের বদলে উইকেটরক্ষক হিসাবে নেমেছেন ধ্রুব জুরেল। মাঠের ধারে কিছু ক্ষণ চিকিৎসার পর সাজঘরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পন্থকে দেখে বোঝা যাচ্ছে, আঙুলে যথেষ্ট যন্ত্রণা হচ্ছে তাঁর।
ইংল্যান্ডের ইনিংস টানছেন রুট ও পোপ। অর্ধশতরানের জুটি গড়েছেন তাঁরা। ধীরে ব্যাট করলেও আউট করা যাচ্ছে না তাঁদের।
বুমরাহের একটা বল ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন পন্থ। ফলে কিছু ক্ষণ বন্ধ থাকে খেলা।
খেলার ধরন বদলে ফেলেছে ইংল্যান্ড। তাড়াহুড়ো করছে না তারা। ধীরে ধীরে খেলছেন দুই ব্যাটার রুট ও পোপ। উইকেটে টিকে থাকার চেষ্টা করছেন তাঁরা। ফলে তাঁদের আউট করতে সমস্যা হচ্ছে ভারতীয় পেসারদের।
প্রথম সেশনে ২৫ ওভারে উঠল ৮৩ রান। আউট হয়েছেন দুই ওপেনার। রুট ২৪ ও পোপ ১২ রানে অপরাজিত রয়েছেন।
এক ওভারে জোড়া ধাক্কার পর খেলায় ফেরার চেষ্টা করছে ইংল্যান্ড। জুটি গড়েছেন জো রুট ও ওলি পোপ। ধীরে ধীরে ইংল্যান্ডকে শতরানের দিকে নিয়ে যাচ্ছেন তাঁরা।
নীতীশের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট ক্রলি (১৮)। ইংল্যান্ড ৪৪/২।
নীতীশের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট ডাকেট (২৩)। ইংল্যান্ড ৪৩/১।
ক্রলি ১৮ ও ডাকেট ১৫ রানে খেলছেন। সাবধানে ব্যাট করছেন তাঁরা।
ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট হাত খুলতে পারছেন না। ফলে মাঝেমাঝেই ঝুঁকি নিয়ে শট মারার চেষ্টা করছেন তাঁরা। তাতে আউট হওয়ার সম্ভাবনাও বাড়ছে।