সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস বুমরাহের (মাঝে)। ছবি: পিটিআই।
ইংল্যান্ড শেষ করল ২০৯-৩ স্কোরে। ক্রিজে রয়েছেন পোপ (১০০) এবং ব্রুক (০) রানে।
বুমরাহের বলে সিরাজের হাতে ক্যাচ দিয়েছিলেন ব্রুক। কিন্তু নো বল হওয়ায় আউট হলেন না। দিনের শেষ ওভারে ভারত আর একটি উইকেট পেতে পারত। অল্পের জন্য তা হল না।
বড় সাফল্য পেল ভারত। সেই সাফল্য এনে দিতে হল বুমরাহকেই। রুটকে সাজঘরে ফেরালেন তিনি। এই নিয়ে টেস্টে দশ বার রুটকে আউট করলেন। স্লিপে করুণ নায়ারের হাতে ক্যাচ দিলেন রুট (২৮)। ইংল্যান্ড ২০৬-৩।
ভারতের বোলিং সামলে শতরান করলেন পোপ। ১২৫বলে শতরান হল ইংরেজ ব্যাটারের। টেস্টে এটি তাঁর নবম শতরান।
এত ক্ষণ পরে শার্দূলকে বোলিংয়ে নিয়ে এলেন শুভমন। আপাতত ভারতের নতুন বোলারের সামনে সুযোগ উইকেট নেওয়ার।
ইংল্যান্ডে গিয়ে ক্যাচ ছাড়লে মূল্য দিতে হয়। সেটা কবে বুঝবেন ভারতীয়েরা? জাডেজার পর এ বার ক্যাচ ফেললেন যশস্বী। বোলার সেই বুমরাহ। বাঁচলেন পোপ। ইংল্যান্ড ১৩৩-২।
জুটি ভাঙলেন সেই বুমরাহ। অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন বেন ডাকেট। তাঁকে ফেরালেন বুমরাহ। অফস্টাম্পের বাইরের বল ডাকেটের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দিল।
চা বিরতির পর প্রথম বলেই বুমরাহকে চার মেরে অর্ধশতরান পূরণ করলেন অলি পোপ।
ক্রিজে রয়েছেন বেন ডাকেট (৫৩) এবং অলি পোপ (৪৮)।
ক্যাচ ছাড়ার মূল্য টের পাচ্ছে ভারত। অর্ধশতরান করলেন বেন ডাকেট। ইংল্যান্ডও একশো পেরিয়ে গেল।
বুমরাহ ছাড়া আর কোনও বোলারের বোলিংয়ে ঝাঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে লম্বা জুটি গড়ছেন অলি পোপ এবং বেন ডাকেট।
দ্বিতীয় উইকেট পেতে পারতেন বুমরাহ। তাঁর বলে পয়েন্টে ক্যাচ তোলেন বেন ডাকেট। রবীন্দ্র জাডেজা ডান দিকে ঝাঁপান। কিন্তু বল তাঁর হাতে লেগে মাটিতে পড়ে যায়।
ক্রলিকে হারিয়েও ভাল ব্যাট করছে ইংল্যান্ড। সিরাজ লাইন-লেংথে ঠিক করে বল রাখতে পারছেন না। তাঁকেই আক্রমণ করছেন ইংরেজ ব্যাটারেরা। বুমরাহের ওভারে দু’টি সুযোগ এসেছিল। তবে দু’বারই ক্যাচ স্লিপ এবং গালির মাঝখান দিয়ে বেরিয়ে যায়।
বুমরাহের বল অলি পোপের পায়ে লেগেছিল। খালি চোখেই বোঝা যাচ্ছিল বল লেগস্টাম্পের বাইরে। সেটাই হল। ডিআরএস নষ্ট করল ভারত।
প্রথম ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দিল ইংল্যান্ড। ফিরলেন জাক ক্রলি। গুড লেংথের বল ক্রলির ব্যাট ছুঁয়ে গেল স্লিপে থাকা করুণ নায়ারের কাছে।
মধ্যাহ্নভোজের বিরতির সময় শুরু হয়েছে বৃষ্টি। এক বার বৃষ্টি থামার পর দু’দল মাঠে নামে। খেলা শুরু হওয়ার আগে আবার বৃষ্টি শুরু হয়। ফলে আবার খেলা বন্ধ।
৪৭১ রানে শেষ হয়ে গেল শুভমন গিলদের প্রথম ইনিংস। এ বার দেখার যে বোলারেরা এই পিচে কেমন বল করেন।
ভারতের ইনিংস শেষ হতে আর এক উইকেট বাকি। জসপ্রীত বুমরাহের পর সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাডেজাও।
স্টোকস ফেরালেন শার্দূলকে (১)। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৪৫৪/৭।