Oval Test 2nd day Live

দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৫২ রানে, ক্রিজ়‌ে যশস্বী-আকাশদীপ

ওভালের সবুজ পিচে প্রথম দিন বেশ বেকায়দায় ভারত। ছ’উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় দিন ভারতের আশা বেঁচে করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দরের উপর। কত রান যোগ করতে পারবেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৫:৩২
Share:

যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:৫০ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

ভারতের স্কোর ৭৫-২। ক্রিজে যশস্বী ৫১ এবং আকাশদীপ ৪ রানে।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:৪২ key status

আউট সুদর্শন

আরও একটি উইকেট হারাল ভারত। দ্বিতীয় উইকেটের পতন। ফেরালেন অ্যাটকিনসন।

ভারত ৭০-২।

Advertisement
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:৩০ key status

এ বার ক্যাচ ফেললেন ক্রলি

দ্বিতীয় বার জীবন পেলেন যশস্বী। যশস্বী ব্যাটে লেগে বল গিয়েছিল তৃতীয় স্লিপে। ক্রলি ধরতে পারলেন না।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:২৪ key status

লোপ্পা ক্যাচ ফেললেন ডসন

টংকে পুল করেছিলেন যশস্বী। লোপ্পা ক্যাচ ছিল ডসনের। ফেলে দিলেন তিনি। সম্ভবত চোখে ফ্লাডলাইট বা সূর্যের আলো পড়ায় বল দেখতে পাননি।

ভারত ৫৫-১।

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:০৫ key status

আউট রাহুল

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার  আগে রাহুল আউট। শুরু থেকেই নড়বড়ে লাগছিল। টংয়ের বলে স্লিপে রুটের হাতে ক্যাচ দিলেন তিনি। আউট ৭ রানে।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২২:৪১ key status

ক্যাচ ফেললেন ব্রুক

দ্বিতীয় স্লিপে যশস্বীর ক্যাচ ফেলে দিলেন ব্রুক। সুযোগ নষ্ট ইংল্যান্ডের।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২২:৩৭ key status

যশস্বীর চারটি চার

শুরুটা ভালই করলেন যশস্বী। এখন দেখার ফর্ম ধরে রাখতে পারেন কি না।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২২:১১ key status

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ

২৪৭ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না। তাই ৯ উইকেট পড়েছে তাদের। এগিয়ে ২৩ রানে। সিরাজ এবং প্রসিদ্ধ চারটি করে উইকেট পেলেন।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২১:৫৮ key status

শুরু হল খেলা

বৃষ্টির পর শুরু হল খেলা। ইংল্যান্ডের ইনিংস শেষ করতে আর এক উইকেট চাই।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২১:১৩ key status

ওভালে বৃষ্টি

চা বিরতির পর কয়েক ওভার হয়েই বন্ধ হয়ে গেল খেলা। ইংল্যান্ডের আর এক উইকেট নিতে হবে ভারতকে। কারণ ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না।

ইংল্যান্ড ২৪২-৮।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২০:২৭ key status

আউট ওভারটন

প্রসিদ্ধের বলে শূন্য রানে আউট জেমি ওভারটন। ২১৫ রানে ইংল্যান্ডের সপ্তম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২০:২১ key status

আউট জেমি স্মিথ

প্রসিদ্ধ কৃষ্ণের বলে ৮ রান করে আউট জেমি স্মিথ। ২১৫ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ল।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৯:৫৭ key status

আউট বেথেল

আবার উইকেট নিলেন সিরাজ। ইয়র্কারের কোনও উত্তর ছিল না সিরাজের কাছে। ৬ রানে ফিরলেন বেথেল। 

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৯:৩৭ key status

আউট রুট

সিরাজের বল খেলতে না পেরে এলবিডব্লিউ হয়ে গেলেন জো রুট (২৯)।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৯:৩৬ key status

রুটের ২০০০

ভারতের বিরুদ্ধে টেস্টে ২০০০ রান হয়ে গেল জো রুটের। একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ রানের নজির রয়েছে শুধু ডন ব্র্যাডম্যানের (ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫৪)।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৮:৫৩ key status

আউট ওলি পোপ

মহম্মদ সিরাজের বলে ২২ রান করে আউট পোপ। ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ল ১৪২ রানে।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৮:৩৪ key status

আউট ক্রলি

প্রসিদ্ধকে তুলে মারতে গিয়েছিলেন ক্রলি (৬৪)। ক্যাচ ধরলেন জাডেজা।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৮:১৯ key status

সুদর্শনের ক্যাচ মিস

প্রসিদ্ধের বলে পোপের শট ধরতেই পারলেন না সুদর্শন। ক্যাচ ফেললেন তিনি।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৭:৩৩ key status

ইংল্যান্ডের বাজ়বল

মাত্র ১৬ ওভার ব্যাট করেই ১০৯ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। পরের সেশনেই ভারতের রান টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৭:২৭ key status

ক্রলির অর্ধশতরান

বাজ়‌বল খেলে ক্রলি অর্ধশতরান করলেন। ভারতের কোনও বোলারই তাঁকে বিপদে ফেলতে পারছেন না।

ইংল্যান্ড ১০৫-১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement