যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।
ভারতের স্কোর ৭৫-২। ক্রিজে যশস্বী ৫১ এবং আকাশদীপ ৪ রানে।
আরও একটি উইকেট হারাল ভারত। দ্বিতীয় উইকেটের পতন। ফেরালেন অ্যাটকিনসন।
ভারত ৭০-২।
দ্বিতীয় বার জীবন পেলেন যশস্বী। যশস্বী ব্যাটে লেগে বল গিয়েছিল তৃতীয় স্লিপে। ক্রলি ধরতে পারলেন না।
টংকে পুল করেছিলেন যশস্বী। লোপ্পা ক্যাচ ছিল ডসনের। ফেলে দিলেন তিনি। সম্ভবত চোখে ফ্লাডলাইট বা সূর্যের আলো পড়ায় বল দেখতে পাননি।
ভারত ৫৫-১।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে রাহুল আউট। শুরু থেকেই নড়বড়ে লাগছিল। টংয়ের বলে স্লিপে রুটের হাতে ক্যাচ দিলেন তিনি। আউট ৭ রানে।
দ্বিতীয় স্লিপে যশস্বীর ক্যাচ ফেলে দিলেন ব্রুক। সুযোগ নষ্ট ইংল্যান্ডের।
শুরুটা ভালই করলেন যশস্বী। এখন দেখার ফর্ম ধরে রাখতে পারেন কি না।
২৪৭ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না। তাই ৯ উইকেট পড়েছে তাদের। এগিয়ে ২৩ রানে। সিরাজ এবং প্রসিদ্ধ চারটি করে উইকেট পেলেন।
বৃষ্টির পর শুরু হল খেলা। ইংল্যান্ডের ইনিংস শেষ করতে আর এক উইকেট চাই।
চা বিরতির পর কয়েক ওভার হয়েই বন্ধ হয়ে গেল খেলা। ইংল্যান্ডের আর এক উইকেট নিতে হবে ভারতকে। কারণ ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না।
ইংল্যান্ড ২৪২-৮।
প্রসিদ্ধের বলে শূন্য রানে আউট জেমি ওভারটন। ২১৫ রানে ইংল্যান্ডের সপ্তম উইকেট পড়ল।
প্রসিদ্ধ কৃষ্ণের বলে ৮ রান করে আউট জেমি স্মিথ। ২১৫ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ল।
আবার উইকেট নিলেন সিরাজ। ইয়র্কারের কোনও উত্তর ছিল না সিরাজের কাছে। ৬ রানে ফিরলেন বেথেল।
ভারতের বিরুদ্ধে টেস্টে ২০০০ রান হয়ে গেল জো রুটের। একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ রানের নজির রয়েছে শুধু ডন ব্র্যাডম্যানের (ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫৪)।
মহম্মদ সিরাজের বলে ২২ রান করে আউট পোপ। ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ল ১৪২ রানে।
প্রসিদ্ধকে তুলে মারতে গিয়েছিলেন ক্রলি (৬৪)। ক্যাচ ধরলেন জাডেজা।
প্রসিদ্ধের বলে পোপের শট ধরতেই পারলেন না সুদর্শন। ক্যাচ ফেললেন তিনি।
মাত্র ১৬ ওভার ব্যাট করেই ১০৯ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। পরের সেশনেই ভারতের রান টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।