India vs England at Headingley 4th day Live

চতুর্থ দিনের খেলা শেষ, প্রথম টেস্ট জিততে ইংল্যান্ডের চাই ৩৫০, শেষ দিনে ভারতের দরকার ১০ উইকেট

তৃতীয় দিনের শেষে ভারত এগিয়েছিল ৯৬ রানে। সোমবার তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গিয়েছে ৩৬৫ রানে। পন্থ, রাহুলের শতরানের পর আবার ডুবিয়েছে লোয়ার অর্ডার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৫:২৯
Share:

জেতার জন্য ভারত তাকিয়ে বুমরাহের দিকেই। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২৩:০০ key status

চতুর্থ দিনের খেলা শেষ

ইংল্যান্ডের কোনও উইকেট ফেলতে পারল না ভারত। অর্থাৎ শেষ দিনে জিততে গেলে ১০টি উইকেটই ফেলতে হবে। ঘটনাচক্রে, এই লিডসের মাঠে দু’বার চতুর্থ ইনিংসে ৩৫০-র বেশি রান তাড়া করেছে জয়ের নজির রয়েছে।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২২:২২ key status

ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ৩৬৪ রানে

বেশ কয়েকটি বল ধরে খেলেছিলেন প্রসিদ্ধ। হঠাৎই বশিরের বল তুলে মারার ইচ্ছা ছিল। পিছন দিকে দৌড়ে ক্যাচ নিলেন জশ টং। ৩৬৪-তে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের চাই ৩৭১ রান।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৫২ key status

আউট বুমরাহ

একই ওভারে বুমরাহকেও তুলে নিলেন টং। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হতে আর এক উইকেট বাকি। স্কোর ৩৪৯-৯।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৫০ key status

আউট সিরাজ

প্রথম বলেই ফিরলেন সিরাজ। আবার ব্যাটিং ধসের সামনে ভারত। এক দিকে জাডেজা। উল্টো দিকে ক্রিজে টিকে থাকার মতো কেউ নেই।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৪৬ key status

আউট শার্দূল

খারাপ শট খেলে আউট শার্দূল। টংয়ের বলে কভারে খেলতে গিয়েছিলেন। স্লিপে ক্যাচ উঠল। নিলেন রুট। ৪ রানে আউট শার্দূল। ভারত ৩৪৯-৭।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:১৮ key status

রাহুল আউট

আবার খারাপ ভাগ্যের জেরে আউট হলেন রাহুল। কার্সের একটি নিরীহ বল খেলতে গিয়ে ভেঙে স্টাম্প। প্লেড অন হলেন তিনি। ফিরলেন ১৩৭ রানে। ভারত ৩৩২-৫।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২০:৫৬ key status

তিনশো পার ভারতের

তিনশো ছাড়িয়ে গেল ভারতের রান। এখন প্রশ্ন, ঠিক কত রানের লক্ষ্য ইংল্যান্ডকে দেবে তারা?

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২০:১৬ key status

চা বিরতিতে ভারত ২৯৮-৪

দ্বিতীয় সেশনে দাপট দেখাল ভারত। রাহুলের পাশাপাশি শতরান করেছেন পন্থও। একটি উইকেট ছাড়া এই সেশনে ভারত কিছুই হারায়নি। এ বার অপেক্ষা করুণ নায়ারের বড় রানের।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৯:৫৮ key status

আউট পন্থ

শতরান করতে সময় নিয়েছিলেন। তবে তিন অঙ্কের রান পেরোনোর পরেই আগ্রাসী ক্রিকেট খেলছিলেন পন্থ। রুটকে একই ওভারে তিনটি চার, একটি ছয় মেরেছিলেন। তার পরেই আউট পন্থ। বশিরের বলে ক্রলির হাতে ক্যাচ দিলেন (১১৮)। ভারত ২৮৭-৪।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৯:৫০ key status

দ্বিতীয় ইনিংসেও শতরান পন্থের

নব্বইয়ের ঘরে আউট হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই শতরানের আগে পন্থ সময় নিচ্ছিলেন অনেকটাই। একের পর এক বল ছাড়ছিলেন। অথবা খুচরো রান নিচ্ছিলেন। অবশেষে বশিরের বল কভারে ঠেলে দিয়ে এল শতরান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে নজির গড়লেন তিনি।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৯:১৬ key status

শতরান রাহুলের

ইংল্যান্ডে আবার শতরান করলেন কেএল রাহুল। শুরু থেকে ইংরেজ বোলারদের বিরুদ্ধে নিয়ন্ত্রিত শট খেলে তিন অঙ্কের রানে পৌঁছলেন রাহুল। কেন তিনি দলে এত অপরিহার্য তা বোঝালেন তিনি। ভারত ২৪৩-৩।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:৪৯ key status

অর্ধশতরান পন্থের

প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। তবে দু’বার ক্যাচ তুলেও ফিল্ডার ছিল না বলে বেঁচে গিয়েছেন তিনি।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:১৭ key status

শুরু হল দ্বিতীয় সেশন

মধ্যাহ্নভোজের পর শুরু হল খেলা। এই সেশনে ভারতের লক্ষ্য যত বেশি সম্ভব রান তুলে ইংল্যান্ডকে চাপে ফেলা। সেই দায়িত্ব নিতে হবে উইকেটে জমে যাওয়া রাহুল এবং পন্থকেই। প্রথম ইনিংসের মতো হারাকিরি করলে চলবে না।

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:৪৪ key status

বেঁচে গেলেন রাহুল

টংয়ের বলে রাহুলের ক্যাচ ফেলে দিলেন হ্যারি ব্রুক। হতাশ ইংল্যান্ড শিবির। মাথায় হাত অধিনায়ক বেন স্টোকসের। জীবন পেলেন রাহুল। সেটা কি কাজে লাগাতে পারবেন বড় ইনিংস খেলে?

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:০০ key status

১০০ পার ভারতের

২৯ ওভারে ১০০ রান পারল হল ভারতের। 

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৫:৫৫ key status

রাহুলের অর্ধশতরান

প্রথম ইনিংসে ৮ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে সুযোগ ছাড়লেন না তিনি। অর্ধশতরান করলেন রাহুল। 

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৫:৩৬ key status

আউট শুভমন গিল

চতুর্থ দিনের শুরুটা ভাল হল না ভারতের। ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন শুভমন। ৮ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। তৃতীয় উইকেট পড়ল দলের। 

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২২:৪৪ key status

শুরু হল চতুর্থ দিনের খেলা

দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে রয়েছে ৯৬ রানে। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (৪৭) এবং শুভমন গিল (৬)। শুরু হল চতুর্থ দিনের খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement