জেতার জন্য ভারত তাকিয়ে বুমরাহের দিকেই। ছবি: রয়টার্স।
ইংল্যান্ডের কোনও উইকেট ফেলতে পারল না ভারত। অর্থাৎ শেষ দিনে জিততে গেলে ১০টি উইকেটই ফেলতে হবে। ঘটনাচক্রে, এই লিডসের মাঠে দু’বার চতুর্থ ইনিংসে ৩৫০-র বেশি রান তাড়া করেছে জয়ের নজির রয়েছে।
বেশ কয়েকটি বল ধরে খেলেছিলেন প্রসিদ্ধ। হঠাৎই বশিরের বল তুলে মারার ইচ্ছা ছিল। পিছন দিকে দৌড়ে ক্যাচ নিলেন জশ টং। ৩৬৪-তে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের চাই ৩৭১ রান।
একই ওভারে বুমরাহকেও তুলে নিলেন টং। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হতে আর এক উইকেট বাকি। স্কোর ৩৪৯-৯।
প্রথম বলেই ফিরলেন সিরাজ। আবার ব্যাটিং ধসের সামনে ভারত। এক দিকে জাডেজা। উল্টো দিকে ক্রিজে টিকে থাকার মতো কেউ নেই।
খারাপ শট খেলে আউট শার্দূল। টংয়ের বলে কভারে খেলতে গিয়েছিলেন। স্লিপে ক্যাচ উঠল। নিলেন রুট। ৪ রানে আউট শার্দূল। ভারত ৩৪৯-৭।
আবার খারাপ ভাগ্যের জেরে আউট হলেন রাহুল। কার্সের একটি নিরীহ বল খেলতে গিয়ে ভেঙে স্টাম্প। প্লেড অন হলেন তিনি। ফিরলেন ১৩৭ রানে। ভারত ৩৩২-৫।
তিনশো ছাড়িয়ে গেল ভারতের রান। এখন প্রশ্ন, ঠিক কত রানের লক্ষ্য ইংল্যান্ডকে দেবে তারা?
দ্বিতীয় সেশনে দাপট দেখাল ভারত। রাহুলের পাশাপাশি শতরান করেছেন পন্থও। একটি উইকেট ছাড়া এই সেশনে ভারত কিছুই হারায়নি। এ বার অপেক্ষা করুণ নায়ারের বড় রানের।
শতরান করতে সময় নিয়েছিলেন। তবে তিন অঙ্কের রান পেরোনোর পরেই আগ্রাসী ক্রিকেট খেলছিলেন পন্থ। রুটকে একই ওভারে তিনটি চার, একটি ছয় মেরেছিলেন। তার পরেই আউট পন্থ। বশিরের বলে ক্রলির হাতে ক্যাচ দিলেন (১১৮)। ভারত ২৮৭-৪।
নব্বইয়ের ঘরে আউট হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই শতরানের আগে পন্থ সময় নিচ্ছিলেন অনেকটাই। একের পর এক বল ছাড়ছিলেন। অথবা খুচরো রান নিচ্ছিলেন। অবশেষে বশিরের বল কভারে ঠেলে দিয়ে এল শতরান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে নজির গড়লেন তিনি।
ইংল্যান্ডে আবার শতরান করলেন কেএল রাহুল। শুরু থেকে ইংরেজ বোলারদের বিরুদ্ধে নিয়ন্ত্রিত শট খেলে তিন অঙ্কের রানে পৌঁছলেন রাহুল। কেন তিনি দলে এত অপরিহার্য তা বোঝালেন তিনি। ভারত ২৪৩-৩।
প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। তবে দু’বার ক্যাচ তুলেও ফিল্ডার ছিল না বলে বেঁচে গিয়েছেন তিনি।
মধ্যাহ্নভোজের পর শুরু হল খেলা। এই সেশনে ভারতের লক্ষ্য যত বেশি সম্ভব রান তুলে ইংল্যান্ডকে চাপে ফেলা। সেই দায়িত্ব নিতে হবে উইকেটে জমে যাওয়া রাহুল এবং পন্থকেই। প্রথম ইনিংসের মতো হারাকিরি করলে চলবে না।
টংয়ের বলে রাহুলের ক্যাচ ফেলে দিলেন হ্যারি ব্রুক। হতাশ ইংল্যান্ড শিবির। মাথায় হাত অধিনায়ক বেন স্টোকসের। জীবন পেলেন রাহুল। সেটা কি কাজে লাগাতে পারবেন বড় ইনিংস খেলে?
প্রথম ইনিংসে ৮ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে সুযোগ ছাড়লেন না তিনি। অর্ধশতরান করলেন রাহুল।
চতুর্থ দিনের শুরুটা ভাল হল না ভারতের। ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন শুভমন। ৮ রান করে আউট হলেন ভারত অধিনায়ক। তৃতীয় উইকেট পড়ল দলের।