রুটকে আউট করে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: পিটিআই।
বৃষ্টির কারণে আগেই দিনের খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ বাকি চার টেস্টের মতো এই টেস্টও গড়াবে পঞ্চম দিনে। ভারতের চাই চার উইকেট, ইংল্যান্ডের ৩৫ রান।
ভারতের বিরুদ্ধে আরও একটা শতরান করলেন রুট। টেস্টে ভারতের বিরুদ্ধে এটা তাঁর ১৩তম শতরান।
শেষ পর্যন্ত ১১১ রান করে আকাশদীপের বলে আউট হলেন ব্রুক। সেই সিরাজই ক্যাচ ধরলেন। তবে ইংল্যান্ডকে জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছে ব্রুকের এই ইনিংস।
১৯ রানের মাথায় ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারির বাইরে চলে যান সিরাজ। জীবন পাওয়ার পর আর আটকানো যায়নি ব্রুককে। শতরান করলেন তিনি।
ব্রুকের পর রুটও অর্ধশতরান করলেন। দুই ব্যাটার ভারতের উপর চাপ বাড়িয়ে চলেছেন।
শতরানের জুটি গড়লেন জো রুট ও হ্যারি ব্রুক। দলকে ভরসা দিচ্ছেন ইংল্যান্ডের দুই ব্যাটার।
জীবন পেয়ে তা কাজে লাগাচ্ছেন হ্যারি ব্রুক। অর্ধশতরান করে খেলছেন তিনি।
হ্যারি ব্রুক ৩৮ ও জো রুট ২৩ রান করে অপরাজিত রয়েছেন।
আরও একটা উইকেট পেতে পারতেন প্রসিদ্ধ। তাঁর বলে পুল মারতে যান হ্যারি ব্রুক। বল ব্যাটের কানায় লেগে হাওয়ায় ওঠে। ফাইন লেগে সিরাজের হাতে ক্যাচ যায়। তিনি ক্যাচ ধরে শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারিতে পা দিয়ে দেন। ফলে আউট হননি ব্রুক। উল্টে ৬ রান পান তিনি।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পোপকে আউট করলেন সিরাজ। অনেকটা একই কায়দায়। বল পিচে পড়ে ভিতরের দিকে ঢুকল। পোপ ব্যাট লাগাতে পারেননি। তার খেসারত দিতে হয়েছে তাঁকে। ২৭ রানে আউট হলেন পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট পড়ল ইংল্যান্ডের।
প্রসিদ্ধের এক ওভারে তিনটে চার মেরে দলের রান ১০০ পার করালেন ওলি পোপ। ২৭ ওভারে ১০০ পার হল ইংল্যান্ডের। পোপ ২৭ ও জো রুট ৩ রানে অপরাজিত রয়েছেন।
দিনের প্রথম উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বল সামনের পায়ে খেলতে গিয়ে খোঁঁচা মারেন ডাকেট। স্লিপে ক্যাচ ধরেন লোকেশ রাহুল। ৫৪ রানে আউট হলেন ডাকেট। ৮২ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
অর্ধশতরান করলেন ডাকেট। শুরুতে সিরাজের বলে সমস্যায় পড়লেও ধীরে ধীরে ছন্দ পাচ্ছেন তিনি। বড় শটের পাশাপাশি দৌড়েও রান নিচ্ছেন ডাকেট।
সিরাজের বল খেলতে সমস্যা হচ্ছে ডাকেটের। বেশ কয়েকটা বল তাঁর ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। বলের সুইং সামলাতে সমস্যা হচ্ছে ইংরেজ ব্যাটারের।