India VS England Test Series

বৃষ্টির জেরে ওভাল টেস্টের ফয়সালা হল না চতুর্থ দিনে, ৩৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩৩৯/৬

ওভালে রবিবার ম্যাচের ফয়সালা হল না। বৃষ্টির জেরে মাঠে জল জমে গিয়েছে। ফলে আম্পায়ারেরা সিদ্ধান্ত নিয়েছেন, আর খেলা হবে না। অর্থাৎ, সোমবার এই টেস্টের ফয়সালা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৫:২৬
Share:

রুটকে আউট করে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২২:৩৮ key status

চতুর্থ দিনের খেলা শেষ

বৃষ্টির কারণে আগেই দিনের খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ বাকি চার টেস্টের মতো এই টেস্টও গড়াবে পঞ্চম দিনে। ভারতের চাই চার উইকেট, ইংল্যান্ডের ৩৫ রান।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২১:২৮ key status

আউট বেথেল

প্রসিদ্ধের বলে আউট জেকব বেথেল।

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২১:১২ key status

আরও এক শতরান জো রুটের

ভারতের বিরুদ্ধে আরও একটা শতরান করলেন রুট। টেস্টে ভারতের বিরুদ্ধে এটা তাঁর ১৩তম শতরান। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২০:১০ key status

আউট ব্রুক

শেষ পর্যন্ত ১১১ রান করে আকাশদীপের বলে আউট হলেন ব্রুক। সেই সিরাজই ক্যাচ ধরলেন। তবে ইংল্যান্ডকে জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছে ব্রুকের এই ইনিংস। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৯:৫৭ key status

ব্রুকের শতরান

১৯ রানের মাথায় ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারির বাইরে চলে যান সিরাজ। জীবন পাওয়ার পর আর আটকানো যায়নি ব্রুককে। শতরান করলেন তিনি। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৯:০৯ key status

রুটের অর্ধশতরান

ব্রুকের পর রুটও অর্ধশতরান করলেন। দুই ব্যাটার ভারতের উপর চাপ বাড়িয়ে চলেছেন।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৮:৪৬ key status

রুট-ব্রুকের শতরানের জুটি

শতরানের জুটি গড়লেন জো রুট ও হ্যারি ব্রুক। দলকে ভরসা দিচ্ছেন ইংল্যান্ডের দুই ব্যাটার। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৮:৩০ key status

ব্রুকের অর্ধশতরান

জীবন পেয়ে তা কাজে লাগাচ্ছেন হ্যারি ব্রুক। অর্ধশতরান করে খেলছেন তিনি। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৭:৩৮ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ১৬৪/৩

হ্যারি ব্রুক ৩৮ ও জো রুট ২৩ রান করে অপরাজিত রয়েছেন। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৭:৩৬ key status

সুযোগ নষ্ট সিরাজের

আরও একটা উইকেট পেতে পারতেন প্রসিদ্ধ। তাঁর বলে পুল মারতে যান হ্যারি ব্রুক। বল ব্যাটের কানায় লেগে হাওয়ায় ওঠে। ফাইন লেগে সিরাজের হাতে ক্যাচ যায়। তিনি ক্যাচ ধরে শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারিতে পা দিয়ে দেন। ফলে আউট হননি ব্রুক। উল্টে ৬ রান পান  তিনি। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৬:৪৪ key status

সিরাজ ফেরালেন পোপকে

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পোপকে আউট করলেন সিরাজ। অনেকটা একই কায়দায়। বল পিচে পড়ে ভিতরের দিকে ঢুকল। পোপ ব্যাট লাগাতে পারেননি। তার খেসারত দিতে হয়েছে তাঁকে। ২৭ রানে আউট হলেন পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট পড়ল ইংল্যান্ডের।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৬:৪০ key status

ইংল্যান্ডের রান ১০০ পার

প্রসিদ্ধের এক ওভারে তিনটে চার মেরে দলের রান ১০০ পার করালেন ওলি পোপ। ২৭ ওভারে ১০০ পার হল ইংল্যান্ডের। পোপ ২৭ ও জো রুট ৩ রানে অপরাজিত রয়েছেন। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৬:১৭ key status

ইংল্যান্ডকে ধাক্কা প্রসিদ্ধ কৃষ্ণের

দিনের প্রথম উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বল সামনের পায়ে খেলতে গিয়ে খোঁঁচা মারেন ডাকেট। স্লিপে ক্যাচ ধরেন লোকেশ রাহুল। ৫৪ রানে আউট হলেন ডাকেট। ৮২ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৬:০৭ key status

ডাকেটের অর্ধশতরান

অর্ধশতরান করলেন ডাকেট। শুরুতে সিরাজের বলে সমস্যায় পড়লেও ধীরে ধীরে ছন্দ পাচ্ছেন তিনি। বড় শটের পাশাপাশি দৌড়েও রান নিচ্ছেন ডাকেট। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৫:৫০ key status

সিরাজের বলে সমস্যায় ডাকেট

সিরাজের বল খেলতে সমস্যা হচ্ছে ডাকেটের। বেশ কয়েকটা বল তাঁর ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। বলের সুইং সামলাতে সমস্যা হচ্ছে ইংরেজ ব্যাটারের। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৫:২৭ key status

শুরু চতুর্থ দিনের খেলা

ভারতের বিরুদ্ধে ৩৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৫০। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার আরও ৩২৪ রান। ভারতের জিততে চাই ৮ উইকেট। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement