India vs England 2024

রাঁচীতে ৫ উইকেটে জিতে সিরিজ় জয় ভারতের, কোন পথে জিতলেন রোহিত শর্মারা

রাঁচীতে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। ভারতের ওপেনিং জুটি ভাল ব্যাটিং করলেও দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরেছে ইংল্যান্ড। দু’দলের কাছেই সুযোগ রয়েছে জেতার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৬
Share:

লড়াই করছেন শুভমন গিল। ছবি: রয়টার্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪১ key status

জয় ভারতের

শুভমন গিল ও ধ্রুব জুরেলের ব্য়াটে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ় জিতে গেল ভারত। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৪ key status

জুটি শুভমন ও জুরেলের

পাল্টা লড়াই করছেন শুভমন গিল ও ধ্রুব জুরেল। জুটি বেঁধেছেন তাঁরা। প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ভাল দেখাচ্ছে জুরেলকে। দলকে ধীরে ধীরে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন তাঁরা। 

Advertisement
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২১ key status

শূন্য রানে আউট সরফরাজ়

পর পর দু’বলে ২ উইকেট নিলেন শোয়েব বশির। জাডেজার পরে আউট সরফরাজ় খানও। ১২০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে ভারতের। জয়ের গন্ধ পাচ্ছে ইংল্যান্ড। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৯ key status

আউট রবীন্দ্র জাডেজা

ফুলটস বলে বাজে শট খেলে নিজের উইকেট দিয়ে এলেন জাডেজা। শোয়েব বশিরের বল সরাসরি জনি বেয়ারস্টোর হাতে মারেন তিনি। ১২০ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৩ key status

মধ্যাহ্নভোজের বিরতি

ভারতের রান ৩ উইকেটে ১১৮। শুভমন গিল ১৮ ও রবীন্দ্র জাডেজা ৩ রানে খেলছেন। ভারতের জিততে এখনও ৭৪ রান দরকার। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৪ key status

আবার ব্যর্থ রজত পটীদার

আরও এক বার সুযোগ নষ্ট করলেন রজত পটীদার। রোহিত আউট হওয়ার পরে ইনিংস গড়তে পারলেন না তিনি। শোয়েব বশিরের বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন। ১০০ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৯ key status

আউট রোহিত

ভাল খেলছিলেন রোহিত। কিন্তু ভুল শট বেছে আউট হলেন তিনি। টম হার্টলির বল এগিয়ে এসে মারতে গিয়ে মিস্‌ করলেন। বেন ফোকস ভুল করেননি। স্টাম্প আউট করলেন রোহিতকে। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৫৫ রান করে ফিরলেন রোহিত। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৫ key status

রোহিতের অর্ধশতরান

সকাল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন রোহিত। ৬৯ বলে নিজের অর্ধশতরান করলেন তিনি। দলকে ধীরে ধীরে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২১ key status

আউট যশস্বী

অর্ধশতরান হাতছাড়া যশস্বীর। ৩৭ রানের মাথায় জো রুটের বলে আউট হলেন তিনি। ভাল ক্যাচ ধরলেন জেমস অ্যান্ডারসন। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৬ key status

ভারতের রান ১৬ ওভারে ৮২

সকাল থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করছেন দুই ওপেনার। রোহিত ৪৫ ও যশস্বী ৩৭ রানে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৬ key status

ভাল শুরু ভারতের

চতুর্থ দিনের শুরুটা ভাল করেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। দ্রুত রান তুলছেন তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement