Manchester Test Day 4 Live

চাপ সামলে লড়াই শুভমন-রাহুলের, তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ১৭৪ রান, ম্যাঞ্চেস্টারে আশায় ভারত

চতুর্থ টেস্টের তিন দিনে বেশ কোণঠাসা ভারত। সিরিজ় হার বাঁচাতে হলে এই টেস্টে হারা চলবে না ভারতের। এখন দেখার, ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:২৯
Share:

(বাঁ দিকে) লোকেশ রাহুল এবং শুভমন গিল (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২৩:০৬ key status

ম্যাঞ্চেস্টারে চতুর্থ দিনের খেলা শেষ

দিনের শেষে ভারত ১৭৪/২। ব্যাট করছেন রাহুল (৮৭) এবং শুভমন (৭৮)। ইনিংসে হার বাঁচাতে আরও ১৩৭ রান দরকার ভারতের।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২১:৩৫ key status

রাহুলের ৫০

১৪১ বলে ৫০ রাহুলের। শুভমন খেলছেন ৫৯ রান করে। ভারত ১১৭/২।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২১:১৬ key status

ভারত ১০০

ম্যাঞ্চেস্টারে লড়াই রাহুল-শুভমন জুটির। তৃতীয় উইকেটের জুটিতে দু’জনে তুললেন ১০০ রান। রাহুল ৩৯ এবং শুভমন ৫৭ রানে ব্যাট করছেন। ভারত ১০০/২।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২০:১২ key status

শুভমনের ৫০

চাপের মুখে লড়াকু অর্ধশতরান শুভমনের। ৭৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ভারত ৮৫/২।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৯:১৯ key status

ভারতের ৫০

ম্যাঞ্চেস্টারের ২২ গজে লড়াই করছেন রাহুল (১৭) এবং শুভমন (৩১)। ভারত ৫০/২।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৯:০১ key status

রাহুল-শুভমনের লড়াই

শূন্য রানে ২ উইকেট হারানোর পর ম্যাঞ্চেস্টারের ২২ গজে লড়াই করছেন রাহুল (১৩) এবং শুভমন (২৬)। ভারত ৪০/২।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:৩৫ key status

মধ্যাহ্নভোজের বিরতি

ম্যাঞ্চেস্টারে চাপে ভারতীয় দল। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ১/২। ক্রিজে রয়েছেন রাহুল (১) এবং শুভমন (শূন্য)।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:২১ key status

আউট সুদর্শন

পর পর দু’বলে ২ উইকেট ওকসের। ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট সুদর্শন (শূন্য)। ভারত ০/২।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:২০ key status

আউট যশস্বী

ওকসের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে প্রথম ওভারেই আউট যশস্বী (শূন্য)। ভারত ০/১।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:০৭ key status

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ

জাডেজার বলে তুলে মারতে গিয়ে সিরাজের হাতে ক্যাচ দিলেন কার্স (৪৭)। ৬৬৯ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:০০ key status

স্টোকস আউট

তুলে মারতে গিয়ে আউট হলেন স্টোকস। বাউন্ডারির ধারে ক্যাচ ধরলেন সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৬:৩০ key status

ইংল্যান্ড ৬০০ পার

প্রথম ইনিংসে বড় লিডের পথে ইংল্যান্ড। ব্যাট করছেন স্টোকস (১০৭) এবং কার্স (১৮)। ইংল্যান্ড ৬০৩/৮।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৬:২১ key status

শতরান স্টোকসের

১৬৪ বলে শতরান পূর্ণ করলেন স্টোকস। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শতরান ইংল্যান্ডের অধিনায়কের। ২২ গজে রয়েছেন কার্স (১৩)। ইংল্যান্ড ৫৯৪/৮।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:৫৩ key status

আউট ডসন

বুমরাহের বলে বোল্ড ডসন (২৬)। ইংল্যান্ড ৫৬৩/৮।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:২৭ key status

চতুর্থ দিনে ব্যাট করতে নামল ইংল্যান্ড

ব্যাট করতে নামল ইংল্যান্ড। তাদের স্কোর ৫৪৪/৭। ক্রিজে আছেন বেন স্টোকস এবং লিয়াম ডসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement