শুভমন গিল। —ফাইল চিত্র।
প্রথম দিনেই ৩০০ রান ভারতের। ব্যাট করছেন শুভমন (১১০) এবং জাডেজা (৩৯)।
পর পর দুই টেস্টে শতরান শুভমনের। এজবাস্টনে দায়িত্বশীল ইনিংসে দলকে টানছেন ভারত অধিনায়ক। ভারত ২৯২/৫।
ওকসের বল ছেড়ে বোল্ড নীতীশ (১)। অফ স্টাম্পের বাইরে পড়া বলের সুইংয়ে পরাস্ত তরুণ অলরাউন্ডার। ভারত ২১১/৫।
শোয়েব বসিরের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিলেন পন্থ (২৫)। ভারত ২০৮/৪।
দায়িত্ব নিয়ে ব্যাট করছেন অধিনায়ক শুভমন। ১২৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ভারত ১৯৩/৩।
ভাল খেলছিলেন যশস্বী জয়সওয়াল। দেখে মনে হচ্ছিল, আরও একটি শতরানের দিকে এগোচ্ছেন তিনি। কিন্তু বেন স্টোকসের বলে লোভ সামলাতে পারলেন না যশস্বী। অফ স্টাম্পের অনেক বাইরের বলে চালাতে গিয়ে খোঁচা মেরে ফিরলেন ভারতীয় ওপেনার। ৮৭ রানে আউট হলেন তিনি।
তৃতীয় উইকেটের জুটিতে ৫০ রান ভারতের। ব্যাট করছেন যশস্বী (৮৫) এবং শুভমন (২৮)।
প্রথম ২ ঘণ্টায় ২ উইকেট হারিয়ে ৯৮ রান তুলল ভারত। ২২ গজে রয়েছেন যশস্বী (৬২) এবং শুভমন (১)।
কার্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন করুণ। অফ স্টাম্পের বাইরে পড়া বলের বাড়তি বাউন্স সামলাতে পারলেন না। ভারত ৯৫/২।
প্রথম টেস্টে শতরান করেছিলেন। দ্বিতীয় টেস্টেও একই রকম ফর্মে রয়েছেন যশস্বীর। এজবাস্টনে ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন তরুণ ওপেনিং ব্যাটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম এক ঘণ্টায় ১ উইকেটে ৩৫ রান করল ভারত। ব্যাট করছেন যশস্বী (১৫) এবং করুণ (১৭)।
ওকসের বলে প্লেড অন হলেন রাহুল (২)। অফ স্টাম্পের বাইরের বলে দেরিতে ব্যাট নামালেন রাহুল। বল তাঁর ব্যাটের কানায় লেগে ঢুকে এসে উইকেট ভেঙে দেয়। ভারত ১৫/১।
কাদের বদলে কারা এলেন?