হার্দিকের ক্যাচের সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।
অবশেষে ম্যাচ জিতল ভারত। হার্দিকের ওই একটি ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিল। ভারত জিতল ২১ রানে।
প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট হল অর্শদীপের। শেষ ওভারে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। আউট করলেন বিনায়ক শুক্লকে।
অসাধারণ ক্যাচে কলিমকে ফেরালেন হার্দিক। মনে পড়িয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নেওয়া সূর্যকুমারের ক্যাচের কথা। বাউন্ডারির একদম ধারে ক্যাচ নিলেন। তবে দড়ির ও পারে যাননি। সাজঘরে বিস্মিত তাঁর সতীর্থেরাই।
হাতে ৯ উইকেট রয়েছে। মাত্র ৬১ রান বাকি। ওমান কি ভারতকে হারিয়ে দিতে পারে? সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ভারত কি একটু বেশিই হালকা ভাবে নিয়েছে প্রতিপক্ষকে?
হঠাৎই বল তুলে দেওয়া হল তিলক বর্মার হাতে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও পরীক্ষার রাস্তায় হাঁটছে ভারত। ১১ ওভারের মধ্যে ৭ জন বোলারকে ব্যবহার করা হয়ে গিয়েছে। ধারাভাষ্যকার গাওস্করের কৌতুক, ম্যাচ শেষ হওয়ার আগে হয়তো ১০ জন বোলারকেই ব্যবহার করা হবে।
৫ ওভার কেটে গিয়েছে। এখনও ওমানের কোনও উইকেট পড়েনি। হার্দিক, অর্শদীপ, হর্ষিত কেউ সাফল্য পাচ্ছেন না। ওমানের বিরুদ্ধে ম্যাচ যতটা সহজ হবে মনে করা হয়েছিল তা কিন্তু হচ্ছে না।
মিডল অর্ডার ব্যাটার, এমনকি বোলারদেরও ব্যাট করতে পাঠিয়ে দিলেন। নিজে ব্যাট করতে নামলেনই না সূর্যকুমার। ভারতও ২০০ পেরোতে পারল না। তবে এই পিচের ওমানের জন্য এই রানই যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
আবু ধাবির পিচ স্লো। সেখানে মন্থর গতির বোলিং করে ভারতের কাজ আরও কঠিন করে দিচ্ছে ওমান। বড় শট খেলা যাচ্ছে না। সঞ্জু বড় শট খেলতে গিয়েই আউট হয়ে গেলেন। বাকিরাও কেউ তুলে খেলতে পারছেন না।
শিবম দুবের শট ক্যাচ ধরলেন বাউন্ডারির ধারে দাঁড়িয়ে। তার পরেই বাঁ পায়ে চাপড় দিয়ে উচ্ছ্বাস করলেন যতীন্দর। মনে পড়িয়ে দিলেন শিখর ধাওয়ানের কথা। এ ভাবেই ক্যাচ নিয়ে উল্লাস করতেন ধাওয়ান।
যে হেতু গত দু’টি ম্যাচে অনেকে ব্যাট করার সুযোগ পাননি, তাই সামান্য বদল করা হয়েছে। যেমন মিডল অর্ডার থাকা সঞ্জু নেমেছেন তিনে। চারে সূর্যের জায়গায় নেমেছিলেন হার্দিক। পাঁচে সঞ্জুর জায়গায় নেমেছেন অক্ষর। তিলক, সঞ্জু এখনও নামেননি।
সঞ্জুর সোজাসুজি শট বোলার জিতেনের হাতে লেগে নন-স্ট্রাইকার প্রান্তের উইকেটে লাগে। তত ক্ষণে হার্দিক এগিয়ে গিয়েছিলেন সামনের দিকে। কিছু করার ছিল না তাঁর। দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন তিনি। ভারত পর পর দু’টি উইকেট হারাল। রানের গতিও অনেক কমে গিয়েছে।
জিতেনের বলে চালাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন অভিষেক শর্মা। তবে নিজের কাজ করে গিয়েছেন তিনি। আগ্রাসী শুরু করেছেন। ভারতকে এখন এই আগ্রাসী মনোভাবটাই ধরে রাখতে হবে।
আগ্রাসী ব্যাটিং করে প্রাথমিক চাপ কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন অভিষেক। সঙ্গী হিসাবে পেয়েছেন সঞ্জুকে। তবে প্রথম ৬ ওভার দেখে বোঝা যাচ্ছে, নজিরের সম্ভাবনা বিশেষ নেই।
শুভমনের স্টাম্প ছিটকে দিলেন ফয়সল। ওমানকে হালকা ভাবে নেওয়ার ফল কি ভুগতে হচ্ছে ভারতকে? আনাড়ির মতো শট খেলতে গেলেন শুভমন। বল ভেতরে ঢুকে এসে অফস্টাম্প ফেলে দিল। শুভমনের মতো ব্যাটারের এমন শট খেলা উচিত হয়নি। ২ ওভারে মাত্র ৬ রান তুলেছে ভারত।
আর একটু হলেই চমকে দিচ্ছিল ওমান। প্রথম বলেই আউট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। শাকিলের বল চালিয়ে খেলতে গিয়ে ফস্কেছিলেন অভিষেক। বল লেগ স্টাম্পের বাইরে পড়ায় বেঁচে গেলেন তিনি। বোঝাই যাচ্ছে, ম্যাচ এত সহজ হবে না।
আলোচনা চলছে আনন্দবাজার ডট কম-এর ক্রীড়া দফতরে। ওমানের মতো দুর্বল দলের বিরুদ্ধে আগে ব্যাট করায় অনেক নতুন নজির তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান ২৯৭।
এই প্রথম বার ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। আগে কোনও দিন মুখোমুখি হয়নি তারা। স্থানীয় সময় দুপুর ৪টের মধ্যে স্টেডিয়ামে চলে এসেছে ওমান। ভারতের সঙ্গে খেলার জন্য সকলেই মুখিয়ে। ওমান দলে ভারতে জন্ম নেওয়া তিন ক্রিকেটার রয়েছে। তার মধ্যে অধিনায়ক যতীন্দর সিংহও রয়েছে, যাঁর জন্ম পঞ্জাবের লুধিয়ানায়।