India vs Oman in Asia Cup

হার্দিকের এক ক্যাচে ঘুরে গেল ম্যাচ, ওমানকে কী ভাবে হারাল ভারত?

ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। প্রথম দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার ফোরে উঠে গিয়েছে তারা। শুক্রবারের ম্যাচ গ্রুপে অপরাজিত থাকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২
Share:

হার্দিকের ক্যাচের সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০১ key status

জিতল ভারত

অবশেষে ম্যাচ জিতল ভারত। হার্দিকের ওই একটি ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিল। ভারত জিতল ২১ রানে। 

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৭ key status

অর্শদীপের ১০০ উইকেট

প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট হল অর্শদীপের। শেষ ওভারে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। আউট করলেন বিনায়ক শুক্লকে।

Advertisement
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৬ key status

হার্দিকের দুর্দান্ত ক্যাচ

অসাধারণ ক্যাচে কলিমকে ফেরালেন হার্দিক। মনে পড়িয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নেওয়া সূর্যকুমারের ক্যাচের কথা। বাউন্ডারির একদম ধারে ক্যাচ নিলেন। তবে দড়ির ও পারে যাননি। সাজঘরে বিস্মিত তাঁর সতীর্থেরাই। 

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩১ key status

ওমান কি অঘটন ঘটাবে?

হাতে ৯ উইকেট রয়েছে। মাত্র ৬১ রান বাকি। ওমান কি ভারতকে হারিয়ে দিতে পারে? সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ভারত কি একটু বেশিই হালকা ভাবে নিয়েছে প্রতিপক্ষকে?

Advertising
Advertising
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ key status

বোলিংয়েও পরীক্ষা-নিরীক্ষা ভারতের

হঠাৎই বল তুলে দেওয়া হল তিলক বর্মার হাতে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও পরীক্ষার রাস্তায় হাঁটছে ভারত। ১১ ওভারের মধ্যে ৭ জন বোলারকে ব্যবহার করা হয়ে গিয়েছে। ধারাভাষ্যকার গাওস্করের কৌতুক, ম্যাচ শেষ হওয়ার আগে হয়তো ১০ জন বোলারকেই ব্যবহার করা হবে।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩২ key status

ভাল খেলছে ওমান

৫ ওভার কেটে গিয়েছে। এখনও  ওমানের কোনও উইকেট পড়েনি। হার্দিক, অর্শদীপ, হর্ষিত কেউ সাফল্য পাচ্ছেন না। ওমানের বিরুদ্ধে ম্যাচ যতটা সহজ হবে মনে করা হয়েছিল তা কিন্তু হচ্ছে না।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৯ key status

ভারতের ১৮৮

মিডল অর্ডার ব্যাটার, এমনকি বোলারদেরও ব্যাট করতে পাঠিয়ে দিলেন। নিজে ব্যাট করতে নামলেনই না সূর্যকুমার। ভারতও ২০০ পেরোতে পারল না। তবে এই পিচের ওমানের জন্য এই রানই যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৪ key status

বুদ্ধিদীপ্ত বোলিং ওমানের

আবু ধাবির পিচ স্লো। সেখানে মন্থর গতির বোলিং করে ভারতের কাজ আরও কঠিন করে দিচ্ছে ওমান। বড় শট খেলা যাচ্ছে না। সঞ্জু বড় শট খেলতে গিয়েই আউট হয়ে গেলেন। বাকিরাও কেউ তুলে খেলতে পারছেন না।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৬ key status

যতীন্দর যেন ধাওয়ান

শিবম দুবের শট ক্যাচ ধরলেন বাউন্ডারির ধারে দাঁড়িয়ে। তার পরেই বাঁ পায়ে চাপড় দিয়ে উচ্ছ্বাস করলেন যতীন্দর। মনে পড়িয়ে দিলেন শিখর ধাওয়ানের কথা। এ ভাবেই ক্যাচ নিয়ে উল্লাস করতেন ধাওয়ান।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২ key status

ভারতের ব্যাটিং অর্ডারে বদল

যে হেতু গত দু’টি ম্যাচে অনেকে ব্যাট করার সুযোগ পাননি, তাই সামান্য বদল করা হয়েছে। যেমন মিডল অর্ডার থাকা সঞ্জু নেমেছেন তিনে। চারে সূর্যের জায়গায় নেমেছিলেন হার্দিক। পাঁচে সঞ্জুর জায়গায় নেমেছেন অক্ষর। তিলক, সঞ্জু এখনও নামেননি।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৬ key status

দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হার্দিক

সঞ্জুর সোজাসুজি শট বোলার জিতেনের হাতে লেগে নন-স্ট্রাইকার প্রান্তের উইকেটে লাগে। তত ক্ষণে হার্দিক এগিয়ে গিয়েছিলেন সামনের দিকে। কিছু করার ছিল না তাঁর। দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন তিনি। ভারত পর পর দু’টি উইকেট হারাল। রানের গতিও অনেক কমে গিয়েছে।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩ key status

আউট অভিষেক

জিতেনের বলে চালাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন অভিষেক শর্মা। তবে নিজের কাজ করে গিয়েছেন তিনি। আগ্রাসী শুরু করেছেন। ভারতকে এখন এই আগ্রাসী মনোভাবটাই ধরে রাখতে হবে। 

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৫ key status

চাপ কাটানোর চেষ্টা করছে ভারত

আগ্রাসী ব্যাটিং করে প্রাথমিক চাপ কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন অভিষেক। সঙ্গী হিসাবে পেয়েছেন সঞ্জুকে। তবে প্রথম ৬ ওভার দেখে বোঝা যাচ্ছে, নজিরের সম্ভাবনা বিশেষ নেই।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩ key status

আউট শুভমন, ওমানকে কি হালকা ভাবে নিয়েছে ভারত?

শুভমনের স্টাম্প ছিটকে দিলেন ফয়সল। ওমানকে হালকা ভাবে নেওয়ার ফল কি ভুগতে হচ্ছে ভারতকে? আনাড়ির মতো শট খেলতে গেলেন শুভমন। বল ভেতরে ঢুকে এসে অফস্টাম্প ফেলে দিল। শুভমনের মতো ব্যাটারের এমন শট খেলা উচিত হয়নি। ২ ওভারে মাত্র ৬ রান তুলেছে ভারত।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭ key status

প্রথম বলেই আউট হতে হতে বাঁচলেন অভিষেক

আর একটু হলেই চমকে দিচ্ছিল ওমান। প্রথম বলেই আউট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। শাকিলের বল চালিয়ে খেলতে গিয়ে ফস্কেছিলেন অভিষেক। বল লেগ স্টাম্পের বাইরে পড়ায় বেঁচে গেলেন তিনি। বোঝাই যাচ্ছে, ম্যাচ এত সহজ হবে না।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫ key status

ভারত কি অনেক নজির ভাঙবে আজ?

আলোচনা চলছে আনন্দবাজার ডট কম-এর ক্রীড়া দফতরে। ওমানের মতো দুর্বল দলের বিরুদ্ধে আগে ব্যাট করায় অনেক নতুন নজির তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান ২৯৭।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩ key status

প্রথম সাক্ষাৎ

এই প্রথম বার ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। আগে কোনও দিন মুখোমুখি হয়নি তারা। স্থানীয় সময় দুপুর ৪টের মধ্যে স্টেডিয়ামে চলে এসেছে ওমান। ভারতের সঙ্গে খেলার জন্য সকলেই মুখিয়ে। ওমান দলে ভারতে জন্ম নেওয়া তিন ক্রিকেটার রয়েছে। তার মধ্যে অধিনায়ক যতীন্দর সিংহও রয়েছে, যাঁর জন্ম পঞ্জাবের লুধিয়ানায়।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২ key status

টস জিতলেন সূর্যকুমার

ওমানের অধিনায়ক ‘হেড’ ডেকেছিলেন। পড়ল ‘টেল’। ভারত অধিনায়ক সূর্যকুমার জানিয়ে দিলেন, তাঁরা  আগে ব্যাট করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement