ICC Women\'s ODI World Cup 2025

বিশ্বকাপ জিতে নিল ভারত, পাঁচ উইকেট দীপ্তির, কোন পথে বিশ্বচ্যাম্পিয়ন ভারত?

মহিলাদের এক দিনের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ভারতের ২৯৮/৭-এর জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে গেল ২৪৬ রানে। প্রথম বার বিশ্বকাপ জিতল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৪:২৯
Share:

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ০০:০৪ key status

বিশ্বচ্যাম্পিয়ন ভারত

প্রথম বারের মতো বিশ্বকাপ জিতে নিল ভারত। আউট হলেন নাদিন ডি ক্লার্ক। তার সঙ্গে সঙ্গেই রচনা হল ইতিহাস। ভারতের ক্রিকেট ইতিহাসে এক বিরল দিন রচিত হল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২৩:৫৯ key status

রান আউট খাকা

ডি ক্লার্ক ওভারের শেষ বলে দ্রুত রান নিতে গিয়েছিলেন। দৌড় শেষ করার আগেই আউট করে দিলেন রিচা। বিশ্বজয়ের থেকে এক উইকেট দূরে ভারত।

Advertisement
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২৩:৪৭ key status

দীপ্তিই ম্যাচে ফেরালেন ভারতকে

এক ওভারে তাঁর দুটি উইকেট হয়তো বিশ্বকাপটাই এনে দিল ভারতকে। প্রথমে আউট করলেন উলভার্টকে। তুলে মেরেছিলেন উলভার্ট। তৃতীয় বারের চেষ্টায় ক্যাচ নিলেন আমনজ্যোৎ। তার দু’বল পরেই আর এক বিধ্বংসী ব্যাটার ক্লো ট্রায়নকেও তুলে নিলেন দীপ্তি। চার উইকেট হল তাঁর। তিনিই কি ম্যাচের সেরা?

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২৩:৩৫ key status

ইতিহাস উলভার্টের

বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সেমিফাইনাল এবং ফাইনালে শতরান লরা উলভার্টের।

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২৩:৩২ key status

বোকা বনে আউট ডার্কসেন

দীপ্তির ফ্লাইটেড বল সামনের পায়ে খেলতে গিয়েছিলেন ডার্কসেন। বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন ডার্কসেন। বড় ধাক্কা দিল ভারত।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২৩:১৮ key status

ক্যাচ ফেলে দিলেন দীপ্তি

ফাইনালের মতো ম্যাচে ক্যাচ ছেড়ে দিলে কি আর জেতা যায়? ডার্কসেনকে ফিরিয়ে দেওয়ার সুযোগ ছিল। হাতের ক্যাচ ফেলে দিলেন দীপ্তি। নিচু হতেই অনেকটা সময় নিয়ে নিলেন।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২৩:০৫ key status

ভারতের আসল পরীক্ষা শুরু

শিশির পড়ছে। ফলে বল গ্রিপ করা শক্তি। এ বারই ভারতীয় স্পিনারদের আসল পরীক্ষা। যারা মানসিক ভাবে ভাল জায়গায় থাকবে তারাই জিতবে।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২৩:০২ key status

রাধাকে আর বল দেওয়া উচিত?

হয়তো বল হাতে ঠিক করে ধরতে পারছেন না। নিয়ন্ত্রণও রাখতে পারছেন না। এক ওভারে ১৭ রান দিয়ে দক্ষিণ আফ্রিকার রান রেট আগের জায়গায় এনে দিলেন। একটি নো বল থেকে ছয়, পরের ফ্রি হিট থেকেও ছয় খেলেন। খারাপ বোলিং।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২২:৫৩ key status

জাফটা আউট

প্রচুর বল খেলছিলেন জাফটা। রান পাচ্ছিলেন না। মরিয়া হয়ে মারতে গিয়ে উইকেট দিলেন তিনি। নিলেন দীপ্তি। 

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২২:৩০ key status

শেফালির জোড়া ধাক্কা

দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দিলেন শেফালি। অপরিচিত স্পিনারের বল খেলতে সমস্যা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। সুনে লুসের পর অভিজ্ঞ মারিজ়ান কাপও তাঁর বলে আউট হলেন। ভাল ক্যাচ ধরলেন রিচা ঘোষ। রিভিউ নষ্ট করলেও উইকেটের পিছনে ভাল দেখাল তাঁকে। 

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২২:২৩ key status

ফাটকা খেলেছিলেন হরমনপ্রীত, তা কাজে লাগল

বিশেষজ্ঞ বোলারেরা উইকেট তুলতে না পারায় ফাটকা খেলেছিলেন হরমনপ্রীত কৌর। শেফালি বর্মাকে বল দেন তিনি। পার্ট-টাইম স্পিনার হওয়ায় শেফালির বলে মারার চেষ্টা করেন সুনে লুস। সেটা করতে গিয়ে উইকেট দিয়ে আসেন তিনি। এক দিনের কেরিয়ারে এর আগে মাত্র ১৪ ওভার বল করেছিলেন শেফালি। সেই বোলারই ভারতকে ম্যাচে ফেরালেন। 

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২২:১৩ key status

বোলারদের খারাপ বল

প্রতি ওভারে পাঁচটি ভাল করলে একটি খারাপ বল করছেন বোলারেরা। সেই সুযোগ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। তারা প্রতি ওভারে অন্তত একটি করে চার মারার চেষ্টা করছে। রানের গতিও তাতে বজায় থাকছে।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২১:৫৬ key status

বাঁ হাতি স্পিনারদের আনা দরকার

শ্রী চরণীর বল খেলতে অসুবিধা হচ্ছে প্রোটিয়াদের। ফলে বাঁ হাতি স্পিনার হিসাবে রাধা যাদবও সাফল্য পেতে পারেন। এমনকি হরমনপ্রীত কৌরেরও উচিত দরকারের সময় কয়েকটি ওভার হাত ঘোরানো। স্পিনারেরা এখনও পর্যন্ত ভালই সাফল্য পাচ্ছেন। 

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২১:৪৮ key status

উইকেট পেলেও বোলারদের চাপ আরও বাড়াতে হবে

চরণীর বল খেলতে না পেরে এলবিডব্লিউ হলেন বশ। তবে এখানেই থামলে চলবে না ভারতের বোলারদের। চাপ আরও বাড়াতে হবে তাঁদের। দক্ষিণ আফ্রিকার আরও কয়েকটি উইকেট তুলতে হবে। 

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২১:৩৭ key status

বোলিংয়ে নয়, ফিল্ডিংয়ে উইকেট

রেণুকার বল অফে ঠেলে রান নিতে গিয়েছিলেন ব্রিটস। আমনজ্যোতের থ্রোয়ে রান আউট হলেন তিনি। কোণাকুণি দৌড়তে গিয়ে রান আউট হলেন ব্রিটস। সোজা দৌড়লে হয়তো ঢুকে যেতে পারতেন।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২১:৩৪ key status

নীরব স্টেডিয়াম

স্টেডিয়ামে থাকলে এই মুহূর্তে মাইকের ঘোষণা ছাড়া আর কিছুই শুনতে পাবেন না। কারণ ভারতীয় বোলারেরা একটি উইকেটও ফেলতে পারেননি। উল্টে রান হজম করেই যাচ্ছেন। সুনিধি চৌহানের গান থামার পর আর আনন্দের কোনও ঘটনা ঘটেনি। আমনজ্যোতকে পর পর দুটি চার মেরে চাপ আরও বাড়াচ্ছেন উলভার্ট।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২১:২৪ key status

ব্যাটের সামনে বল ফেলে ভুল করছেন রেণুকা

বিশ্বকাপে প্রথম ছয় খেলেন রেণুকা। ব্রিটস তাঁর বল সোজা উড়িয়ে দিলেন। রেণুকাকে চেষ্টা করতে হবে ব্যাটের থেকে একটু দূরে বল ফেলার। পাশাপাশি আরও বেশি অফকাটার দেওয়ার।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২১:০৯ key status

ডিআরএসে দলকে ডোবাচ্ছেন রিচা

তৃতীয় ওভারেই একটি রিভিউ নষ্ট করল ভারত। রেণুকার বল লেগেছিল ব্রিটসের পায়ে। আম্পায়ার আউট দেননি। রিচার কথায় রিভিউ নেয় ভারত। দেখা গেল বল উইকেটের বাইরে দিয়ে যাচ্ছিল। আর কবে শিখবে ভারত? তারা বিশ্বকাপে ১৫টি রিভিউ নিয়ে ১০টিতেই অসফল হয়েছে।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২০:২৫ key status

ভারত ২৯৮-৭

শেষ দুই ওভারে একেবারেই ভাল খেলতে পারল না ভারত। যেখানে চার-ছয় মারার কথা, সেখানে এক-দু’রানের উপরেই ভরসা করতে হল। ফলে তিনশো যেখানে হেসেখেলে উঠে যাবে মনে হচ্ছিল, সেখানে ২৯৮ রানেই আটকে গেল ভারত। এ বার দায়িত্ব বোলারদের উপর।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২০:১৯ key status

রিচা আউট

চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন রিচা। খাকার বলে ক্যাচ ধরলেন ডার্কসেন। ৩৪ করলেন রিচা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement