India Vs West Indies

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কী ভাবে হারল ভারত?

প্রথম ম্যাচে হেরে সিরিজ়ে পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ়ে সমতা ফেরানোর চেষ্টা করবেন হার্দিক পাণ্ড্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ১৯:৩৯
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২৩:৪৭ key status

সিরিজ় ২-০

২ উইকেটে হেরে গেল ভারত। টি-টোয়েন্টি সিরিজ়ে ব্যর্থ ভারতের ব্যাটিং।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২৩:১৭ key status

পর পর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়

সাত উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। পুরান, পাওয়েল এবং হোল্ডার আউট মাত্র দু’রানের ব্যবধানে। পুরানকে আউট করেন মুকেশ। শেফার্ড রান আউট হয়ে যান। হোল্ডার স্টাম্পড হন চহালের বলে।

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২২:৪৩ key status

চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়

পাওয়েল আউট হার্দিকের বলে। ১৯ বলে ২১ রান করে আউট তিনি। অধিনায়কের বলে অধিনায়ক আউট।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২২:৩৮

অর্ধশতরান পুরানের

২৯ বলে ৫০ করলেন পুরান। তাঁর দাপটে জয়ের পথে এগিয়ে চলেছে ক্যারিবিয়ান বাহিনী।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২২:২৪ key status

বিষ্ণোইয়ের এক ওভার

এক ওভারে ১৮ রান দিলেন বিষ্ণোই। তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া ক্যারিবিয়ান শিবিরকে অক্সিজেন দিলেন তিনি। পুরান তাঁর ওভারে একটি ছক্কা এবং তিনটি চার মারলেন।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২২:১১ key status

আউট মেয়ার্স

আরও একটি উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ১৫৩ রান তাড়া করতে নেমে তিন উইকেট চলে গেল ক্যারিবিয়ানদের। ভারতকে ম্যাচে ফেরাচ্ছেন হার্দিকেরা।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:৫৫ key status

আউট চার্লস

এক ওভার দুই উইকেট তুলে নিলেন হার্দিক।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:৫৪ key status

আউট কিং

প্রথম বলেই ফিরে গেলেন কিং (০)।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:৪০

ভারত তুলল ১৫২ রান

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫২ রান তুলল ভারত। তিলক বর্মা ছাড়া কোনও ব্যাটারই ভারতের ভরসা হয়ে উঠতে পারলেন না।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:৩৭ key status

আউট অক্ষর

ব্যাট হাতে মাত্র ১৪ রান করে আউট অক্ষর। শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে দলকে আরও বিপদে ফেললেন তিনি।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:৩০ key status

আউট হার্দিক

২৪ রান করে আউট হার্দিক। জোসেফের বলে বোল্ড হলেন তিনি। বড় তোলার পথে বাধা হয়ে দাঁড়াল পর পর উইকেট হারানো।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:২১ key status

আউট তিলক

৫১ রান করে আউট হয়ে গেলেন তিলক। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাল ভারত। হোসেইনের শর্ট বলে বড় শত মারতে গিয়ে ক্যাচ দিলেন তিলক।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:১৭ key status

অর্ধশতরান তিলকের

দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতরান করলেন তিলক।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২১:১৪

১৫ ওভার শেষে

১০৬ রান তুলল ভারত। চার উইকেট হারিয়েছে ভারত। লড়ছেন তিলক বর্মা। একের পর বাউন্ডারি মেরে দলকে লড়াই করার মতো রান তুলতে সাহায্য করতে চাইছেন।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২০:৫৬ key status

আউট সঞ্জু

এ বার আউট সঞ্জু। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হলেন তিনি। চতুর্থ উইকেট হারাল ভারত। আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে হার্দিকেরা।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২০:৫০

১০ ওভার শেষে

প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে ভারত। ইতিমধ্যেই আউট হয়ে ফিরে গিয়েছেন শুভমন, সূর্যকুমার এবং ঈশান। ক্রিজে রয়েছেন সঞ্জু এবং তিলক।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২০:৪৮ key status

আউট ঈশান

রোমারিয়ো শেফার্ডের বলে বোল্ড ঈশান কিশন। ইয়র্কার লেংথে থাকা বল বুঝতেই পারলেন না ভারতীয় ওপেনার। ২৭ রানে আউট তিনি।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২০:২১ key status

আউট সূর্যকুমার

রান আউট হলেন সূর্যকুমার। পর পর উইকেট হারাচ্ছে ভারত। ঈশান কিশন ব্যাট করছিলেন। তিনি স্কোয়ার লেগে বলটি ঠেলে দিয়েই রান নিতে গেলেন। কাছে ছিলেন কাইল মেয়ার্স। এক থ্রোয়ে উইকেট ভেঙে দিলেন তিনি। আউট সূর্য।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২০:১৪ key status

আউট শুভমন

জোসেফ আলজারির বলে ফ্লিক করতে গিয়ে আউট শুভমন। ডিপ থার্ডম্যানে ক্যাচ ধরলেন হেটমেয়ার। মাত্র সাত রান করে আউট শুভমন।

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ২০:০৭

প্রথম ওভারে মাত্র ১ রান

ওপেন করতে নামলেন শুভমন গিল এবং ঈশান কিশন। প্রথম ওভারে মাত্র এক রান নিতে পারল ভারত। ওবেড ম্যাকয়ের বলে রানই নিতে পারলেন না ঈশানেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement