New Zealand

হার আফগানদের, সেই নিউজিল্যান্ডের হাতেই টি২০ বিশ্বকাপেও হৃদয়ভঙ্গ কোহলীদের

প্রথমে ব্যাট করেও স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেনি আফগানরা। সেই রান অনায়াসে ২ উইকেট হারিয়ে পেরিয়ে গেল নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৫:০৭
Share:

দারুণ খেলছেন উইলিয়ামসন। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৮:৩২ key status

জিতল নিউজিল্যান্ড

৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৪০ এবং কনওয়ে ৩৬ রানে অপরাজিত থাকলেন। 

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৮:২৭ key status

নিউজিল্যান্ড ১৭ ওভারে ১১৮-২

জিততে গেলে ১৮ বলে ৭ রান কিউয়িদের।

Advertisement
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৮:২০ key status

নিউজিল্যান্ড ১৫ ওভারে ১০১-২

ক্রিজে কনওয়ে (২৬) এবং উইলিয়ামসন (২৯)। ক্রমশ কমছে ভারতের বিশ্বকাপে টিকে থাকার আশা।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৮:০৬ key status

নিউজিল্যান্ড ১২ ওভারে ৭০-২

ক্রিজে উইলিয়ামসন (২০) এবং কনওয়ে (৪)। জিততে ৪৮ বলে ৫৫ চাই।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:৫৭ key status

নিউজিল্যান্ড ১০ ওভারে ৬১-২

ক্রিজে উইলিয়ামসন (১৩) এবং কনওয়ে (২)। জিততে ৬০ বলে ৬৪ রান দরকার কিউয়িদের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:৫০ key status

আউট গাপ্টিল

রশিদের বলে বোল্ড গাপ্টিল। ২৩ বলে ২৮ রানে ফিরলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:৪৬ key status

নিউজিল্যান্ড ৮ ওভারে ৫৩-১

ক্রিজে গাপ্টিল (২৭) এবং উইলিয়ামসন (৯)। জিততে গেলে ৭২ বলে ৭১ রান চাই তাদের।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:৩৭ key status

নিউজিল্যান্ড ৬ ওভারে ৪৫-১

ক্রিজে রয়েছেন গাপ্টিল (২৪) এবং উইলিয়ামসন (৪)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:২৮ key status

আউট মিচেল

নিউজিল্যান্ডের প্রথম রক্তক্ষরণ মুজিবের হাতেই। ১৭ রানে ফিরলেন মিচেল।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:২৭ key status

নিউজিল্যন্ড ৩ ওভারে ২৬-০

ভাল শুরু করলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার গাপ্টিল (৯) এবং মিচেল (১৭)।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৭:০৬ key status

শেষ বলে আউট রশিদ, আফগানিস্তান থামল ১২৪ রানে

কেন উইলিয়ামসন দুরন্ত ক্যাচে ফেরালেন রশিদকে। ৩ রানে ফিরলেন রশিদ। আফগানিস্তানের স্কোর থামল ১২৪-৮-এ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:৫৮ key status

আউট করিম

২ রান করে ফিরলেন করিম জনত। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:৫৬ key status

আউট নাজিবুল্লাহ

অর্ধশতরান করে একাই টানছিলেন দলকে। ৪৮ বলে ৭৩ করে ফিরলেন নাজিবুল্লাহ। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:৫৩ key status

আউট নবি

মারতে গিয়ে ফিরলেন আফগান অধিনায়ক। সাউদির বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:৪২ key status

আফগানিস্তান ১৫ ওভারে ৯১-৪

নাজিবুল্লাব ৫০ এবং নবি ১০ রানে ক্রিজে।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:৩৮ key status

অর্ধশতরান নাজিবুল্লাহর

চাপের মুখে লড়াকু অর্ধশতরান করলেন নাজিবুল্লাহ। ৩৩ বলে ৫০ হল তাঁর।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:২৬ key status

আফগানিস্তান ১২ ওভারে ৬৬-৪

ক্রিজে নাজিবুল্লাহ (৩১) এবং নবি (৫)।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:২০ key status

আফগানিস্তান ১০ ওভারে ৫৬-৪

উইকেটে নাজিবুল্লাহ ২৭ রানে রয়েছেন। নামলেন মহম্মদ নবি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:১৬ key status

আউট গুলবাদিন

গুলবাদিনকে ফেরালেন ইশ সোধি। ১৫ রানে আউট গুলবাদিন।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৬:০৭ key status

আফগানিস্তান ৮ ওভারে ৩৬-৩

ক্রিজে গুলবাদিন (১১) এবং নাজিবুল্লাহ (১১)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement