শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২৩:২৬
২০ ওভারে পঞ্জাব ১৮৪/৭
শেষ পঞ্জাবের ইনিংস। ৬ রানে আইপিএল ফাইনাল জিতে প্রথম বার চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২৩:২০
১৯ ওভারে পঞ্জাব ১৬২/৭
ব্যাট করছেন শশাঙ্ক (৩৯) এবং জেমিসন (শূন্য)।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২৩:১৬
আউট ওমরজ়াই
যশের বলে আউট ওমরজ়াই (১)। পঞ্জাব ১৪৫/৭।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২৩:১০
আউট স্টোইনিস
ভুবনেশ্বর এক ওভারে ২ উইকেট নিলেন। আউট স্টোইনিস (৬)। পঞ্জাব ১৪২/৬।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২৩:০৮
আউট নেহাল
ভুবনেশ্বরের বলে ক্রুণালের হাতে ক্যাচ দিয়ে আউট নেহাল (১৫)। পঞ্জাব ১৩৬/৫।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২৩:০৬
১৬ ওভারে পঞ্জাব ১৩৬/৪
ব্যাট করছেন নেহাল (১৫) এবং শশাঙ্ক (২২)।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:৫৩
১৪ ওভারে পঞ্জাব ১০৬/৪
ব্য়াট করছেন নেহাল (৬) এবং শশাঙ্ক (৩)।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:৪৬
১৩ ওভারে পঞ্জাব ১০১/৪
ব্যাট করছেন নেহাল (৩) এবং শশাঙ্ক (২)।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:৪৪
আউট ইংলিস
ক্রুণালের বলে লং অনে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে আউট ইংলিস (৩৯)। পঞ্জাব ৯৮/৪।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:৩১
আউট শ্রেয়স
শেফার্ডের বলে কট বিহাইন্ড শ্রেয়স (১)। পঞ্জাব ৭৯/৩।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:২৫
আউট প্রভসিমরন
ক্রুণালের বলে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে আউট প্রভসিমরন (২৬)। পঞ্জাব ৭২/২।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:১৯
৮ ওভারে পঞ্জাব ৭০/১
ব্যাট করছেন প্রভসিমরন (২৫) এবং ইংলিশ (১৬)।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:১০
৬ ওভারে পঞ্জাব ৫২/১
ভাল শুরু করেও পাওয়ার প্লেতে প্রত্যাশিত রান তুলতে পারল না পঞ্জাব। ব্যাট করছেন প্রভসিমরন (১৫) এবং ইংলিশ (৮)।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২২:০৪
আউট প্রিয়াংশ
হেজ়লউডের বলে আউট প্রিয়াংশ (২৪)। পঞ্জাব ৪৩/১।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২১:৫৬
৪ ওভারে পঞ্জাব ৩২/০
ব্যাট করছেন প্রভসিমরন (১৩) এবং প্রিয়াংশ (১৫)।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২১:৫১
ক্যাচ ফেললেন শেফার্ড
প্রভসিমরনের সহজ ক্যাচ ফেলে দিলেন রোমারিয়ো শেফার্ড। হেজ়লউডকে পুল করেছিলেন তিনি। ফাইন লেগে ক্যাচ ফস্কালেন শেফার্ড।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২১:২৬
২০ ওভারে বেঙ্গালুরু ১৯০/৯
আইপিএল ফাইনালে ১৯০ রানে শেষ হল কোহলিদের ইনিংস। জয়ের জন্য শ্রেয়সদের চাই ১৯১ রান। শেষ ওভারে ৩ উইকেট নিলেন অর্শদীপ।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২১:২২
আউট ক্রুণাল
অর্শদীপের বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে আউট ক্রুণাল (৪)। বেঙ্গালুরু ১৮৯/৯।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২১:২০
আউট শেফার্ড
অর্শদীপের বলে এলবিডব্লিউ শেফার্ড (১৭)। বেঙ্গালুরু ১৮৮/৭।
শেষ আপডেট:
০৩ জুন ২০২৫ ২১:১২
১৮ ওভারে আরসিবি ১৭৩/৬
ব্যাট করছেন ক্রণাল (১) এবং শেফার্ড (৫)।