মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
এক ওভারে খেলা ঘুরিয়ে দিলে ডেওয়াল্ড ব্রেভিস। বৈভবের এক ওভারে ৩০ রান করলেন তিনি। একটি ওভারেই খেলার রাশ চলে এল ধোনিদের হাতে। মাত্র ২২ বলে অর্ধশতরান করলেন ব্রেভিস।
ডেওয়াল্ড ব্রেভিস ২০ ও শিবম দুবে ১২ রানে ব্যাট করছেন।
রান করলেও প্রতি ওভারে উইকেট হারাচ্ছে চেন্নাই। পাওয়ার প্লে-র মধ্যেই ৫ উইকেট পড়ে গিয়েছে তাদের। বরুণ চক্রবর্তীর বলে ১৯ রানের মাথায় বোল্ড হয়ে ফিরলনে রবীন্দ্র জাডেজা। ৬০ রানে ৫ উইকেট পড়ল চেন্নাইয়ের।
পাওয়ার প্লে-র মধ্যে আউট হলেন অশ্বিনও। হর্ষিত রানা ফেরালেন তাঁকে। পাওয়ার প্লে-র মধ্যে ৫৬ রানে ৪ উইকেট হারাল চেন্নাই।
ভাল খেলছিলেন উর্বিল। কিন্তু প্রতি বলে তাঁর বড় শট খেলার প্রবণতা সমস্যায় ফেলল তাঁকে। হর্ষিত রানার বলে আউট হলেন তিনি। ১১ বলে ৩১ রান করেছেন উর্বিল। ৩৭ রানে ৩ উইকেট হারাল চেন্নাই।
আইপিএলে প্রথম বার দেখা যাচ্ছে তাঁকে। শুরু থেকেই হাত খুলে খেলছেন উর্বিল। চেন্নাইয়ের দুই উইকেট পড়লেও উর্বিলের জন্য রান তোলার গতি কমেনি ধোনিদের।
১৮০ রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের দুই ওপেনার শূন্য রানে আউট হয়েছেন। আয়ুষ মাত্রেকে আউট করেছেন বৈভব অরোরা। ডেভন কনওয়ের উইকেট নিয়েছেন মইন আলি।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করল কেকেআর। মণীশ পাণ্ডে ৩৬ ও রমনদীপ সিংহ ৪ রানে অপরাজিত থাকলেন।
আবার হাত খোলা শুরু করেছিলেন আন্দ্রে রাসেল। একের পর এক বড় শট মারছিলেন তিনি। রাসেলকে ২১ বলে ৩৮ রানের মাথায় আউট করলেন নুর। সেই নুরই আবার ধোনিদের ম্য়াচে ফেরালেন।
ভুল সময়ে আউট হয়ে গেলেন রাহানে। রবীন্দ্র জাডেজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ৪৮ রানে ফিরলেন তিনি। ১০৩ রানে ৪ উইকেট হারাল কলকাতা। তার মধ্যে তিনটি উইকেটই স্পিনারদের। স্পিনের বিরুদ্ধে হাত খুলতে সমস্যা হচ্ছে ব্যাটারদের।
ইডেনের মন্থর পিচে স্পিনের বিরুদ্ধে খেলা কঠিন হচ্ছে। তার মধ্যেও কেকেআরের রান তোলার গতি খুব একটা কম নয়। তার কৃতিত্ব প্রাপ্য রাহানের। স্পিনের বিরুদ্ধে কী ভাবে খেলতে হয় বাকিদের শেখাচ্ছেন কেকেআরের অধিনায়ক।
এক ওভারে জোড়া উইকেট হারাল কেকেআর। মন্থর পিচে স্পিনারের সামনে সমস্যা হচ্ছে কলকাতার ব্যাটারদের। নারাইনের পর একই ওভারে অঙ্গকৃশ রঘুবংশীকে আউট করলেন নুর। ১ রানে ফিরলেন তিনি। ৭১ রানে ৩ উইকেট হারাল কলকাতা।
স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়ল কেকেআর। নুর আহমেদের বলে স্টাম্প আউট হলেন নারাইন। ১৭ বলে ২৬ রান করেছেন তিনি।
উইকেট পড়লেও রান তোলার গতি কমায়নি কেকেআর। পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন অজিঙ্ক রাহানে ও সুনীল নারাইন।
দ্বিতীয় ওভারে অংশুল কম্বোজের বলে আউট হলেন রহমানুল্লা গুরবাজ়।