KKR vs LSG Match Today

লড়েও হার কেকেআরের, ইডেনে লখনউয়ের কাছে কোন পথে হারলেন রাহানেরা

রবিবার হওয়ার কথা ছিল এই খেলা। কিন্তু রামনবমীর কারণে খেলা পিছিয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস দু’দলই নিজেদের আগের ম্যাচ জিতে এই ম্যাচে খেলতে নেমেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৫:০১
Share:

অর্ধশতরানের পথে অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৯:২৪ key status

হার কেকেআরের

শেষ পর্যন্ত লখনউয়ের কাছে ৪ রানে হারল কেকেআর।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৯:০৭ key status

আউট রাসেলও

আরও একটি ম্যাচে ব্যর্থ রাসেল। শার্দূলের বলে ৭ রান করে ফিরলেন তিনি। জয়ের আশা ক্রমশ কমছে কলকাতার। 

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৯:০১ key status

আউট বেঙ্কটেশ আয়ার

রাহানে ফেরার পর আরও তিনটি উইকেট পড়ল কেকেআরের। আকাশ দীপের বলে ফিরলেন বেঙ্কটেশ। ২৯ বলে ৪৫ রান করেছেন তিনি। ১৭৮ রানে ষষ্ঠ উইকেট হারাল কলকাতা।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:৫৭ key status

আউট অঙ্গকৃশ রঘুবংশী

পর পর উইকেট হারাচ্ছে কেকেআর। ৫ রান করে আউট রঘুবংশী। ১৭৩ রানে পঞ্চম উইকেট হারাল কলকাতা।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:৫১ key status

আউট রমনদীপ সিংহ

রবি বিশ্নোইয়ের বলে ১ রান করে আউট রমনদীপ। চতুর্থ উইকেট হারাল কেকেআর। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:৪৩ key status

আউট রাহানে

শার্দূল ঠাকুরের বলে আউট হলেন রাহানে। ভাল খেলছিলেন কেকেআরের অধিনায়ক। ৩৫ বলে ৬১ রান করে আউট হলেন তিনি। ১৬২ রানে তৃতীয় উইকেট হারাল কলকাতা।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:৩৫ key status

১৫০ পার কেকেআরের

১২ ওভারে ১৫০ রান পার হয়েছে কেকেআরের। রাহানে ৫৪ ও বেঙ্কটেশ আয়ার ৩৬ রানে খেলছেন। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:২৭ key status

অর্ধশতরান অজিঙ্ক রাহানের

রান তাড়া করতে নেমে অধিনায়কের ইনিংস খেলছেন রাহানে। ২৬ বলে অর্ধশতরান করেছেন তিনি। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:১০ key status

১০০ পার কেকেআরের

৭.২ ওভারে ১০০ রান পার হল কেকেআরের।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:০৭ key status

আউট নারাইন

সুনীল নারাইনকে নিজের গুরু মনে করেন দিগ্বেশ রাঠী। সেই নারাইনকেই আউট করলেন তিনি। ৩০ রানে আউট নারাইন। ৯১ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:০২ key status

পাওয়ার প্লে শেষে কেকেআরের রান ৯০/১

রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাট করছেন সুনীল নারাইন ও অজিঙ্ক রাহানে। নারাইন ৩০ ও রাহানে ৩৫ রান করে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:৪৯ key status

৫০ পার কেকেআরের

৩.৪ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রান পার হল কেকেআরের। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:৪৪ key status

আউট কুইন্টন ডি’কক

ভাল শুরু করেও প্রথম উইকেট হারাল কেকেআর। আকাশ দীপের বলে ১৫ রান করে আউট ডি’কক। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেয় লখনউ। ৩৭ রানে প্রথম উইকেট হারাল কলকাতা।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:৩৭ key status

ভাল শুরু কেকেআরের

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছে কলকাতা। দু’ওভারে বিনা উইকেটে ৩১ রান করেছে তারা। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:১১ key status

২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করল লখনউ

৩৬ বলে ৮৭ রান করে অপরাজিত থাকলেন নিকোলাস পুরান।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:০২ key status

আউট আব্দুল সামাদ

হর্ষিতের বলে ৬ রান করে আউট সামাদ। ২২১ রানে তৃতীয় উইকেট হারাল লখনউ।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:০০ key status

রাসেলের এক ওভারে ২৪ রান নিলেন পুরান

রাসেলের ওভারে তিনটি চার ও দু’টি ছক্কা মেরেছেন পুরান। 

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:৫৩ key status

অর্ধশতরান পুরানের

হর্ষিতকে পর পর দু’টি ছক্কা মেরে অর্ধশতরান করলেন পুরান। মাত্র ২১ বলে অর্ধশতরান করেছেন তিনি। লখনউকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন পুরান।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:৫০ key status

মার্শকে ফেরালেন রাসেল

১৬তম ওভারে বল করতে এসেই মার্শকে আউট করলেন আন্দ্রে রাসেল। ৪৮ বলে ৮১ রান করে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল লখনউ।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৪ key status

লখনউয়ের রান ১৫ ওভারে ১৭০/১

মার্শ ৮২ ও নিকোলাস পুরান ৩২ রান করে খেলছেন। বড় রানের দিকে এগোচ্ছে লখনউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement