অর্ধশতরানের পথে অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।
আরও একটি ম্যাচে ব্যর্থ রাসেল। শার্দূলের বলে ৭ রান করে ফিরলেন তিনি। জয়ের আশা ক্রমশ কমছে কলকাতার।
রাহানে ফেরার পর আরও তিনটি উইকেট পড়ল কেকেআরের। আকাশ দীপের বলে ফিরলেন বেঙ্কটেশ। ২৯ বলে ৪৫ রান করেছেন তিনি। ১৭৮ রানে ষষ্ঠ উইকেট হারাল কলকাতা।
পর পর উইকেট হারাচ্ছে কেকেআর। ৫ রান করে আউট রঘুবংশী। ১৭৩ রানে পঞ্চম উইকেট হারাল কলকাতা।
রবি বিশ্নোইয়ের বলে ১ রান করে আউট রমনদীপ। চতুর্থ উইকেট হারাল কেকেআর।
শার্দূল ঠাকুরের বলে আউট হলেন রাহানে। ভাল খেলছিলেন কেকেআরের অধিনায়ক। ৩৫ বলে ৬১ রান করে আউট হলেন তিনি। ১৬২ রানে তৃতীয় উইকেট হারাল কলকাতা।
১২ ওভারে ১৫০ রান পার হয়েছে কেকেআরের। রাহানে ৫৪ ও বেঙ্কটেশ আয়ার ৩৬ রানে খেলছেন।
রান তাড়া করতে নেমে অধিনায়কের ইনিংস খেলছেন রাহানে। ২৬ বলে অর্ধশতরান করেছেন তিনি।
সুনীল নারাইনকে নিজের গুরু মনে করেন দিগ্বেশ রাঠী। সেই নারাইনকেই আউট করলেন তিনি। ৩০ রানে আউট নারাইন। ৯১ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।
রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাট করছেন সুনীল নারাইন ও অজিঙ্ক রাহানে। নারাইন ৩০ ও রাহানে ৩৫ রান করে ব্যাট করছেন।
ভাল শুরু করেও প্রথম উইকেট হারাল কেকেআর। আকাশ দীপের বলে ১৫ রান করে আউট ডি’কক। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেয় লখনউ। ৩৭ রানে প্রথম উইকেট হারাল কলকাতা।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছে কলকাতা। দু’ওভারে বিনা উইকেটে ৩১ রান করেছে তারা।
৩৬ বলে ৮৭ রান করে অপরাজিত থাকলেন নিকোলাস পুরান।
হর্ষিতের বলে ৬ রান করে আউট সামাদ। ২২১ রানে তৃতীয় উইকেট হারাল লখনউ।
রাসেলের ওভারে তিনটি চার ও দু’টি ছক্কা মেরেছেন পুরান।
হর্ষিতকে পর পর দু’টি ছক্কা মেরে অর্ধশতরান করলেন পুরান। মাত্র ২১ বলে অর্ধশতরান করেছেন তিনি। লখনউকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন পুরান।
১৬তম ওভারে বল করতে এসেই মার্শকে আউট করলেন আন্দ্রে রাসেল। ৪৮ বলে ৮১ রান করে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল লখনউ।