BCCI

কোহলি-রোহিতদের বিদেশ সফরে অনুষ্কা-রিতিকাদের উপর কোপ? কড়া সিদ্ধান্তের পথে বোর্ড

ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড এবং বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর ক্রিকেটারদের জন্য কিছু বিধিনিষেধ আনতে পারে বোর্ড। সিদ্ধান্ত নেওয়া হতে পারে কোচদের নিয়েও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১১:০৯
Share:

অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের বিরুদ্ধে আরও কঠোর হতে চাইছে তারা। বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-৩ হারের পর তাই ক্রিকেটারদের পরিবার নিয়েও নিয়ম আনতে চাইছে বোর্ড।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশির ভাগ ক্রিকেটারই ব্যর্থ হয়েছেন। তার পরেই তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বোর্ড। ইন্ডিয়া টুডে সূত্রের খবর, আগামী দিনে বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের লোকজনকে পুরো সফরে রাখতে না-ও দেওয়া হতে পারে। ৪৫ দিনের সফরে হয়তো ১৪ দিনের জন্য থাকতে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের স্ত্রীকে সব ম্যাচেই মাঠ দেখা গিয়েছিল।

সেই সঙ্গে ক্রিকেটারদের দলের বাসে করে যাওয়া-আসা বাধ্যতামূলক করতে পারে বোর্ড। সাম্প্রতিক সময়ে কোহলিকে দেখা গিয়েছে নিজের মতো যাতায়াত করতে। সেটাও বন্ধ করতে চাইছে বোর্ড।

Advertisement

নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর সহকারী কোচদের নিয়েও সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেন অভিষেক নায়ার, মর্নি মর্কেল এবং রায়ান টেন দুশখতে। তাঁদের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না বলে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। যদিও গম্ভীরের সঙ্গে চুক্তি তিন বছরের বেশি সময়ের। গত বছর ৯ জুলাই দায়িত্ব নিয়েছিলেন গম্ভীর। তাঁর সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে বোর্ড। প্রায় সাড়ে তিন বছরের চুক্তি রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement