IPL 2025

নিজেকে ফিট ঘোষণা করলেন বাংলার পেসার আকাশ, পরামর্শ চাইছেন লখনউয়ের মেন্টর জাহিরের

বাংলার পেসার জানিয়ে দিয়েছেন যে, তিনি পুরোপুরি সুস্থ। যদিও কিছু দিন আগে জানা গিয়েছিল আকাশের সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে। ইতিমধ্যেই তিনি লখনউ দলে যোগ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৫:২৯
Share:

আকাশ দীপ। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই খেলতে নামতে পারেন আকাশ দীপ। বাংলার পেসার জানিয়ে দিয়েছেন যে, তিনি পুরোপুরি সুস্থ। যদিও কিছু দিন আগে জানা গিয়েছিল আকাশের সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে। ইতিমধ্যেই তিনি লখনউ দলে যোগ দিয়েছেন।

Advertisement

এ বারের নিলামে লখনউ কিনে নেয় আকাশকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলে ফেরার পর থেকেই খেলতে পারছিলেন না তিনি। চোট ছিল তাঁর। আকাশ বলেন, “ একটা অনুশীলন ম্যাচ খেলেছি। কিন্তু ক্রিকেটে এমন একটা খেলা, যেখানে দু’-তিন মাস না খেললে আত্মবিশ্বাস চলে যায়। সেটা ম্যাচ না খেললে ফেরে না। সে যতই অনুশীলন করা হোক। তাই আমার জন্য প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৮ বছরের আকাশ ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। তিনি গত বার খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আকাশ বলেন, “জার্সি বদলে যায়, খেলোয়াড় একই রকম থাকে। চোটের কারণে দলের সঙ্গে বেশি দিন থাকিনি, তবে এখন আমি আত্মবিশ্বাসী। নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। ম্যাচে ফোকাস রাখতে সুবিধা হয়। এই ধরনের প্রতিযোগিতায় সেটা খুব গুরুত্বপূর্ণ।”

Advertisement

লখনউয়ের মেন্টর জাহির খান। তিনি এক সময় ভারতীয় দলে পেস আক্রমণকে নেতৃত্ব দিতেন। ২০১১ সালের বিশ্বকাপও জিতেছেন। আকাশ বলেন, “জাহিরের মতো এক জনকে পাশে পাওয়া আমার কাছে বিরাট সৌভাগ্যের। দু’মাস সময় ওর সঙ্গে খেলতে পারব। জাহিরের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিরাট। এত বড় একজন বোলার আমাকে দেখলেই বলে দিতে পারবে, কোন কোন জায়গায় আমার উন্নতি প্রয়োজন। হয়তো এই পর্যায় খেলতে এসে বিরাট কোনও পরিবর্তনের দরকার হবে না। কিন্তু ছোট ছোট পরিবর্তন করতেই পারেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement