Digvesh Rathi and Abhishek Sharma

আবার বিতর্কে লখনউয়ের স্পিনার দিগ্বেশ, বিপক্ষ ব‍্যাটারকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলে কড়া শাস্তির মুখে

ভুল থেকে কিছুতেই শিক্ষা নিচ্ছেন না দিগ্বেশ রাঠি। আইপিএলে ‘নোটবুক সেলিব্রেশন’ করে আগে দু’বার শাস্তি পেয়েছেন। সোমবার হায়দরাবাদ ম্যাচে যে কাজ করলেন লখনউয়ের স্পিনার তার জন্য বোর্ডের থেকে কড়া শাস্তি পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ২৩:০৬
Share:

দিগ্বেশের (বাঁ দিকে) সঙ্গে অভিষেকের ঝামেলার মুহূর্ত। মধ্যস্থতার চেষ্টা আম্পায়ারের। ছবি: সমাজমাধ্যম।

ভুল থেকে কিছুতেই শিক্ষা নিচ্ছেন না দিগ্বেশ রাঠি। আইপিএলে ‘নোটবুক সেলিব্রেশন’ করে আগে দু’বার শাস্তি পেয়েছেন। সোমবার হায়দরাবাদ ম্যাচে যে কাজ করলেন লখনউয়ের স্পিনার তার জন্য বোর্ডের থেকে কড়া শাস্তি পেতে পারেন। অভিষেক শর্মাকে আউট করার পর অসভ্যতা করেছেন দিগ্বেশ।

Advertisement

হায়দরাবাদের ইনিংস চলাকালীন চালিয়ে খেলছিলেন অভিষেক। মাত্র ১৮ বলে অর্ধশতরান করেন। অষ্টম ওভারে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ বল দিয়েছিলেন দিগ্বেশের হাতে। তৃতীয় বলে অভিষেককে আউট করেন দিগ্বেশ।

বিতর্ক শুরু এর পরেই। অভিষেকের দিকে হাত নাড়িয়ে তাঁকে দ্রুত মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন দিগ্বেশ। এর পর ‘নোটবুক সেলিব্রেশন’ও করেন। এতেই নাটক থামেনি। অভিষেক ফেরার সময় তাঁকে আবারও কিছু বলেন দিগ্বেশ।

Advertisement

হায়দরাবাদের ব্যাটার এর পর মাথা ঠান্ডা রাখতে পারেননি। তিনি দিগ্বেশের দিকে এগিয়ে আসেন। হেলমেট খুলে কিছু বলেন লখনউয়ের স্পিনারকে। পাল্টা কথা বলেন দিগ্বেশও। মনে করা হচ্ছে, লখনউয়ের স্পিনার অভিষেকের উদ্দেশে বলেছেন, ‘আমি তো তোমাকে কিছুই বলিনি। তোমার সমস্যা হচ্ছে কেন’? অভিষেক শুনতে চাননি। তিনি প্রতিবাদ করতে থাকেন।

বিষয়টি আরও দূরে গড়ানোর আগে হস্তক্ষেপ করেন মাঠের দুই আম্পায়ার। তাঁরা দুই ক্রিকেটারকে আলাদা করে দেন। লখনউয়ের ক্রিকেটারেরা এসে সরিয়ে নিয়ে যান দিগ্বেশকে। এক আম্পায়ার এসে অভিষেককে প্রায় ডাগ আউট পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন।

আইপিএলে দু’টি ম্যাচে জরিমানা হয়েছে দিগ্বেশের। এই ঘটনার পর আরও বড় শাস্তি পেতে পারেন তিনি। নির্বাসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধারাভাষ্যকার মুরলী কার্তিক বলেন, “বিপক্ষ যে-ই হোক, তাঁকে সম্মান দেখানোই কর্তব্য। দিগ্বেশ মোটেই ঠিক কাজ করেনি।” সমর্থকেরা দাবি করেছেন, ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড চালু করার, যাতে দিগ্বেশের মতো আচরণ ভবিষ্যতে কেউ করার সাহস না দেখান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement