Ben Stokes

সামনেই ভারতের বিরুদ্ধে সিরিজ়, জানুয়ারি থেকে মদ্যপান ছেড়ে দিয়েছেন ইংরেজ অধিনায়ক স্টোকস

চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে মরিয়া তিনি। তাই জানুয়ারি থেকে আর মদ খাচ্ছেন না বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক নিজেই এ কথা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৭:১৫
Share:

বেন স্টোকস। ছবি: রয়টার্স।

চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে মরিয়া তিনি। তাই জানুয়ারি থেকে আর মদ্যপান করছেন না বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক নিজেই এ কথা জানিয়েছেন। ভারতের বিরুদ্ধে সিরিজ়‌ এবং বছরের শেষে অ্যাশেজ়‌ে খেলার জন্য যাতে সম্পূর্ণ ফিট থাকতে পারেন তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

গত ডিসেম্বরে নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ে হ্যামস্ট্রিং ছিড়েছিল স্টোকসের। ছ’মাসের জন্য ছিটকে যান। চলতি সপ্তাহে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে প্রত্যাবর্তন হবে তাঁর। গত এক বছরের মধ্যে দ্বিতীয় বার চোট পেয়েছিলেন।

‘আনট্যাপড’ পডকাস্টে স্টোকস বলেছেন, “ওই চোটটা পাওয়ার পর প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। তার পর ভাবছিলাম, কী ভাবে এটা হল? চোট পাওয়ার চার-পাঁচ দিন আগে মদ খেয়েছিলাম। তাই জন্যই কি হল?”

Advertisement

স্টোকসের সংযোজন, “তার পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম, যথেষ্ট হয়েছে। যে ভাবে সব চলছে তা বদলাতে হবে। মনে হয় না জীবনে কোনও দিন সংযত হতে পারব। তবে ২ জানুয়ারি থেকে মদ্যপান করিনি। নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম, যত দিন না রিহ্যাব শেষ হচ্ছে এবং মাঠে ফিরছি তত দিন মদ ছোঁব না।”

স্টোকস স্বীকার করেছেন আবার ফর্মে ফিরতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ক্রিকেট ছেড়ে দেওয়ার কোনও ভাবনা তাঁর মাথায় আসেনি। স্টোকস বলেছেন, “যে দিন সকালে উঠে বুঝব আর অনুশীলন করতে ইচ্ছা করছে না, সে দিন ক্রিকেট খেলার ইচ্ছা চলে যাবে। কিন্তু এখন ক্রিকেট ছেড়ে দেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আরও পরিশ্রম করার ইচ্ছা রয়েছে। মাঠের বাইরে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। জিম করতে হবে। মাঠে ফিরে যাতে নিজের সেরাটা দিতে পারি তার জন্য যা দরকার সেটাই করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement