Travis Head's Covid-19

করোনায় আক্রান্ত হায়দরাবাদের ট্রেভিস হেড, খেলতে পারবেন না লখনউ ম্যাচে, জানালেন কোচ

লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে খেলতে পারবেন ট্রেভিস হেড। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই সময় মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। রবিবার এ কথা জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ২২:১৯
Share:

ট্রেভিস হেড। ছবি: সমাজমাধ্যম।

লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে খেলতে পারবেন ট্রেভিস হেড। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই সময় মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। লখনউ যেতেও পারবেন না। রবিবার এ কথা জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

Advertisement

বছর দুই-তিন আগেও করোনায় আক্রান্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তবে এখন বিশ্বজুড়ে করোনার প্রকোপ অনেক কম। আক্রান্ত হওয়ার খবরও সে ভাবে প্রকাশ্যে আসে না। এই পরিস্থিতিতে ভেট্টোরির মন্তব্য তাৎপর্যপূর্ণ। কী ভাবে হেড করোনায় আক্রান্ত হলেন তার সন্ধান চলছে। যদিও তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে কি না বা দলের আর কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি না সেই খবর তিনি জানাননি।

হেড এখনও হায়দরাবাদ শিবিরে যোগ দেননি। তাঁর আসার কথা সোমবার সকালে। রবিবার ভেট্টোরি বলেছেন, “হেডের কোভিড-১৯ হয়েছে। তাই ও যেতে পারছে না। আশা করি পরের ম্যাচেই ওকে পাওয়া যায়। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কি না এবং খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা আগে দেখতে হবে।”

Advertisement

গত বারের ফাইনালিস্ট হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। লখনউয়ের বিরুদ্ধে তাদের সম্মানরক্ষার লড়াই। অন্য দিকে, ঋষভ পন্থের লখনউয়ের কাছে সোমবার টিকে থাকার লড়াই। তারা সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তাতেও প্লে-অফ নিশ্চিত হবে এমনটা বলা যাচ্ছে না।

আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর হেড এবং প্যাট কামিন্স অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন। ভারতে ফিরবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হচ্ছিল না। কিছু দিন আগে জানা যায়, দু’জনেই ভারতে ফিরবেন।

আইপিএলে হায়দরাবাদের আর তিনটি ম্যাচ বাকি। তারা খেলবে লখনউ (১৯ মে), বেঙ্গালুরু (২৩ মে) এবং কলকাতার (২৫ মে) বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement