Mustafizur Rahman

শনিবার বাংলাদেশ, রবিবার দিল্লি, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’দলের জার্সি গায়ে নামলেন মুস্তাফিজ়ুর

মিচেল স্টার্ক আইপিএলে না ফিরতে চাওয়ায় শেষ পর্বে দিল্লি ক্যাপিটালস সই করিয়েছিল তাঁকে। শনিবার বাংলাদেশের হয়ে শারজায় খেলে রবিবারই দিল্লির জার্সি গায়ে খেলতে নামলেন মুস্তাফিজ়ুর রহমান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ২১:৫৮
Share:

মুস্তাফিজ়ুর রহমান। ছবি: সমাজমাধ্যম।

মিচেল স্টার্ক আইপিএলে না ফিরতে চাওয়ায় শেষ পর্বে দিল্লি ক্যাপিটালস সই করিয়েছিল তাঁকে। শনিবার বাংলাদেশের হয়ে শারজায় খেলে রবিবারই দিল্লির জার্সি গায়ে খেলতে নামলেন মুস্তাফিজ়ুর রহমান।

Advertisement

আধুনিক ক্রিকেটের চাহিদা এমনই যে পেশাদার ক্রিকেটারদের যে কোনও মুহূর্তের জন্য তৈরি থাকতে হয়। এমন নয় যে মুস্তাফিজ়ুর প্রথম ক্রিকেটার হিসাবে দু’দিনে দু’টি ম্যাচ খেললেন। তবে যে ভাবে একটি ম্যাচ শারজায় খেলার পর ২১৭৪ কিলোমিটার উড়ে এসে দিল্লিতে খেলতে নামলেন, তার জন্য মুস্তাফিজ়ুরের প্রশংসা করছেন সকলেই।

শনিবার বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন মুস্তাফিজ়ুর। চার ওভারে ১৭ রানে ২ উইকেট নেন। রাতেই বিমান ধরে দিল্লিতে আসেন। রবিবার গুজরাত ম্যাচে দিল্লির প্রথম একাদশে সুযোগও পেয়ে যান। বিশ্রামের কোনও সময়ই ছিল না।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সপ্তাহের জন্য এনওসি দিয়েছে মুস্তাফিজ়ুরকে। দিল্লির সঙ্গে চুক্তি হওয়ার পর বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন। তাঁকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময় তিনি দিল্লির হয়ে খেলতে পারবেন।

রবিবারের পর ২১ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচেও মুস্তাফিজ়ুরকে পাবে দিল্লি। অক্ষরেরা আইপিএলের প্লে-অফে উঠলে মুস্তাফিজ়ুরকে পাওয়ার সম্ভাবনা কম। কারণ আইপিএলের প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ মে থেকে। উল্লেখ্য, অতীতেও দিল্লির হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ়ুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement