দিগ্বেশ রাঠী। —ফাইল চিত্র।
প্রথম বার আইপিএলে কোনও দল কিনেছে তাঁকে। লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রথম মরসুমেই নজর কেড়েছেন দিগ্বেশ রাঠী। ৩০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল লখনউ। কিন্তু শেষ পর্যন্ত তিনি পাবেন ২০ লক্ষ ৬৩ হাজার টাকা। জরিমানার কারণে লোকসান হয়েছে দিগ্বেশের।
এ বারের আইপিএলের অন্যতম চমক দিগ্বেশের ‘নোটবুক সেলিব্রেশন।’ কোনও ব্যাটারকে আউট করে নোটবুকে তাঁর নাম লিখে রাখার ভঙ্গিতে উল্লাস করেন তিনি। সেটা করতে গিয়েই আইপিএলের নিয়ম ভেঙেছেন দিগ্বেশ। প্রথমে পঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যকে আউট করে ও ভাবে উল্লাস করেছিলেন দিগ্বেশ। দিল্লির রঞ্জি দলের সতীর্থকে আউট করার পর তাঁর সেই আচরণ আইপিএলের আদর্শ আচরণ বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সে কারণে তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। দিতে হয়েছিল ১ লক্ষ ৮৭ হাজার টাকা।
শাস্তি পেয়েও শিক্ষা নেননি দিগ্বেশ। তার পরে মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে আউট করার পর একই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় লখনউয়ের রহস্য স্পিনারকে। যা চোখ এড়ায়নি মাঠের দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারির। আবার আইপিএলের আদর্শ আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন সেই ম্যাচের রেফারি জাভাগল শ্রীনাথ। তাঁকে দিতে হয় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
লখনউয়ের শেষ ম্যাচে আরও বড় অপরাধ করেন দিগ্বেশ। সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মাকে আউট করে তাঁকে হাত নেড়ে মাঠ থেকে বার হয়ে যেতে বলেন তিনি। অভিষেক বিষয়টি ভাল ভাবে নেননি। তিনি তর্কে জড়ান দিগ্বেশের সঙ্গে। সেই ম্যাচের পর দিগ্বেশকে এক ম্যাচ নির্বাসিত করা হয়। পাশাপাশি আবার তাঁকে জরিমানা করা হয়। জরিমানার হ্যাটট্রিকে সব মিলিয়ে ৯ লক্ষ ৩৭ হাজার টাকা দিতে হয়েছে তাঁকে। ফলে ৩০ লক্ষ টাকা দর পেলেও শেষ পর্যন্ত ২০ লক্ষ ৬৩ হাজার টাকা পাচ্ছেন তিনি।