Rohit Sharma in IPL 2025

৫ রানে আউট! নিজের স্ট্যান্ডে ছক্কা মারা হল না রোহিতের, রাখতে পারলেন না রবি শাস্ত্রীর আবদার

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর নামে স্ট্যান্ড উদ্বোধনের পর প্রথম বার খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু রান পেলেন না তিনি। আরও এক বার ব্যর্থ হলেন রোহিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২০:০০
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্ট্যান্ড উদ্বোধন হয়েছে রোহিত শর্মার নামে। তার পরে প্রথম বার সেই মাঠে খেলতে নেমেছিলেন রোহিত। কিন্তু রান পেলেন না তিনি। ৫ রান করে আউট হলেন রোহিত। নিজের নামে স্ট্যান্ডে ছক্কা মারা হল না রোহিতের।

Advertisement

শুক্রবার স্ট্যান্ড উদ্বোধনের সময় রোহিতের স্ত্রী ও বাবা-মা তাঁর সঙ্গে ছিলেন। বাবা-মায়ের হাত দিয়েই উদ্বোধন হয় স্ট্যান্ডের। তার পরেই রবি শাস্ত্রী আবদার করেছিলেন, নিজের নামে স্ট্যান্ডে রোহিতকে ছক্কা মারতে দেখতে চান তিনি। সেই আবদার পূরণ করতে পারলেন না রোহিত। মাত্র একটি চার মেরে পাঁচ বলে ৫ রান করে ফিরলেন তিনি।

বাঁহাতি পেসারদের সামনে রোহিতের দুর্বলতা সকলেই জানেন। সেই কারণেই হয়তো তৃতীয় ওভারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বলে আনেন দিল্লির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। মুস্তাফিজুর রোহিতের অফ স্টাম্পের একটু বাইরে বল করেন। বল পিচে পড়ে আরও বাইরের দিকে যায়। রোহিতের পা নড়েনি। এক জায়গায় দাঁড়িয়ে শট মারতে যান তিনি। বল ব্যাটের কানায় লেগে পিছনে যায়। ডান দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন উইকেটরক্ষক অভিষেক পোড়েল।

Advertisement

২০২৪ সাল থেকে আইপিএলের বাঁহাতি পেসারের বিরুদ্ধে ৯৫ বল খেলেছেন রোহিত। করেছেন ১৫০ রান। আট বার আউট হয়েছেন তিনি। এ বার পরিসংখ্যান আরও খারাপ রোহিতের। এ বার বাঁহাতি পেসারের বিরুদ্ধে ৪১ বল খেলে ৬০ রান করেছেন রোহিত। আউট হয়েছেন চার বার।

এ বারের আইপিএলে ১২ ম্যাচ খেলে ৩০৫ রান করেছেন রোহিত। ২৭.৭৩ গড় ও ১৫০.৯৯ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। শুরুর কয়েকটি ম্যাচে রান পাননি রোহিত। পরে রানে ফিরেছেন। রোহিত রানে ফেরায় সুবিধা হয়েছে মুম্বইয়ের। কিন্তু দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রান পেলেন না মুম্বইকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement