IPL Auction 2025

নিলামের একটি নিয়ম নিয়ে খুশি নন ল্যাঙ্গার, কী বদল চান লখনউয়ের কোচ?

আইপিএলে তিন বছর অন্তর দলের বেশির ভাগ ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়। এর ফলে যেমন কম শক্তিশালী দলগুলি নতুন করে নিজেদের তৈরি করার সুযোগ পায়, তেমনই শক্তিশালী দলগুলির ক্ষতি হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:৪৪
Share:

জাস্টিন ল্যাঙ্গার। —ফাইল চিত্র।

আইপিএলের নিয়ম নিয়ে খুশি নন জাস্টিন ল্যাঙ্গার। প্রতি তিন বছর অন্তর মেগা নিলাম হয়। সেটাই মেনে নিতে পারছেন না তিনি। তিন বছর অন্তর দলের বেশির ভাগ ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়। এর ফলে যেমন কম শক্তিশালী দলগুলি নতুন করে নিজেদের তৈরি করার সুযোগ পায়, তেমনই শক্তিশালী দলগুলির ক্ষতি হয়।

Advertisement

গত বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতেন লোকেশ রাহুল, মার্কাস স্টোইনিসের মতো ক্রিকেটারেরা। কিন্তু তাঁদের ছেড়ে দেয় লখনউ। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রাখে তারা। যে কারণে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনতে পেরেছে লখনউ। কিন্তু ল্যাঙ্গার এত ক্রিকেটার ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন। তিনি ২০ জন ক্রিকেটারকে ধরে রাখার কথা বলেন।

একটি পডকাস্টে ল্যাঙ্গার বলেন, “গত মরসুমে ২৫ জন ক্রিকেটার ছিল আমাদের দলে। তার মধ্যে মাত্র পাঁচ জনকে আমরা ধরে রেখেছিলাম। ২০ জনকে ছেড়ে দিতে হয়েছিল। তিন বছর অন্তর নিলামে সব কিছু নতুন করে শুরু করতে হয়। এটা অস্বাভাবিক। আর অন্য কোনও খেলায় এটা দেখা যায় না। আমি নিয়ম ঠিক করলে ২০ জন ক্রিকেটারকে রেখে দিতাম। সেটা তো আর সম্ভব নয়।”

Advertisement

ল্যাঙ্গার অবাক হয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের দেখে। তিনি মনে করতেন অস্ট্রেলীয়রা বেশি পরিশ্রমী হয়, কিন্তু তাঁর ধারণা পাল্টে গিয়েছে। ল্যাঙ্গার বলেন, “ভারতীয়রা যে ভাবে পরিশ্রম করার জন্য মুখিয়ে থাকে, সেটা আমি আগে কোথাও দেখিনি। অনুশীলন, অনুশীলন আর অনুশীলন। পাগলের মতো অনুশীলন করে ওরা। আমি ভাবতাম অস্ট্রেলীয়রা বেশি পরিশ্রম করে, কিন্তু এই ভারতীয় ছেলেরা অন্য পর্যায়ের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement