India vs South Africa 2025

তিন ক্রিকেটারের চোট, পরিস্থিতি সামলাতে দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলে এনগিডি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর লুঙ্গি এনগিডি টেস্ট খেলেননি। চোট সারিয়ে দলে ফিরলেন জোরে বোলার। কাগিসো রাবাডা-সহ দক্ষিণ আফ্রিকার তিন বোলারের চোট রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২২:১৫
Share:

লুঙ্গি এনগিডি। —ফাইল চিত্র।

দু’টেস্টের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের আগে শক্তি আরও বাড়িয়ে নিলেন টেম্বা বাভুমারা। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে দক্ষিণ আফ্রিকা নিল লুঙ্গি এনগিডিকে।

Advertisement

আগামী শনিবার থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে দলে নেওয়া হল এনগিডিকে। কলকাতায় অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছিলেন কাগিসো রাবাডা। দ্বিতীয় টেস্টে তিনি অনিশ্চিত। তাই ঝুঁকি না নিয়ে এনগিডিকে দলে নিলেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর এনগিডি টেস্ট খেলেননি। চোট সারিয়ে দলে ফিরলেন জোরে বোলার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সরকারি ভাবে এনগিডিকে দলে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করার আগেই তিনি দলের সঙ্গে যোগ দেন। তখনই জল্পনা তৈরি হয়েছিল।

Advertisement

শুধু রাবাডা নন। বাভুমার দলের আরও দুই ক্রিকেটারের ফিটনেস সমস্যা রয়েছে। প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়া সাইমন হারমারের কাঁধে চোট রয়েছে। জোরে বোলার মার্কো জানসেনের কুঁচকিতেও হালকা চোট রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এনগিডিকে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাভুমা। দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন ছিল না। সৌরভের সঙ্গে দেখা করবেন বলেই ইডেনে আসেন বাভুমা। প্রথম টেস্টে জেতার জন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে অভিনন্দন জানান সৌরভ। দু’জনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement