MS Dhoni

Mahendra Singh Dhoni: জোহানেসবার্গ টি-টোয়েন্টি দলের মেন্টর হতে পারেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দ্বিতীয় বার মেন্টর হিসাবে দেখা যেতে পারে ধোনিকে। এর আগে ভারতীয় দলের মেন্টর ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১৪:৩৪
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলেন তিনি। আগামী মরসুমেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তাঁর। এর মাঝেই নতুন দায়িত্বে দেখা যেতে পারে মহেন্দ্র সিংহ ধোনিকে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে যে দল কিনেছে চেন্নাই, সেই দলের মেন্টর হতে পারেন ধোনি। অতীতে ভারতীয় দলের মেন্টর হিসাবে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। কারণ পুরো ব্যাপারটাই নির্ভর করছে বিসিসিআইয়ের উপর। তাঁরা অনুমতি দিলে তবেই মেন্টরের ভূমিকা পালন করতে পারবেন ধোনি। কোচ হিসাবে স্টিফেন ফ্লেমিংকে দেখা যেতে পারে। ঘটনাচক্রে, ফ্লেমিং সিএসকে-রও কোচ।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে জোহানেসবার্গের দলটি কিনেছে সিএসকে। তবে দলের নাম, কোচ ও সাপোর্ট স্টাফদের নাম, কোনও কিছুই ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে দলের নাম দেওয়া হতে পারে ‘জোহানেসবার্গ সুপার কিংস’। দলের নাম ঘোষণার পরেই কোচ, সাপোর্ট স্টাফ, মেন্টরের নাম ঘোষণা হতে পারে।

Advertisement

দল গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আইপিএলের আর এক দল মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে কেপটাউনের দলটি। তাঁরা সেই দলের নাম দিয়েছে ‘এমআই কেপটাউন’। সেই দলে রশিদ খান, কাগিসো রাবাডা, ডেওয়াল্ড ব্রেভিসের মতো ক্রিকেটার সই করিয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন