India vs Australia 2025

ভারতের সুন্দর জয়! অস্ট্রেলিয়াকে তৃতীয় ম্যাচে ৫ উইকেটে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ়ে সমতা ফেরালেন সূর্যকুমার যাদবেরা। রবিবার প্রথম একাদশে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারের হাত ধরে এল জয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৭:১৫
Share:

ভারতের জয়ের অন্যতম কারিগর ওয়াশিংটন সুন্দর। ছবি: এক্স।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার যাদবদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত তুলল ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান। ভারতের কোনও ব্যাটার বড় রান না পেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ বের করে নিয়েছেন সূর্যেরা।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। হোবার্টের ২২ গজে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। বাঁহাতি জোরে বোলার আউট করে দেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে রান পাননি। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী। ব্যর্থ মিচেল ওয়েনও (০)। তিনিও বরুণের শিকার। চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তাঁর সঙ্গে যোগ দেন ছ’নম্বরে নামা মার্কাস স্টোইনিস। ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান। ৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টোইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার এবং ২টি ছক্কা। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন ম্যাথু শর্ট। তিনি খেলেন ১৫ বলে ৬৪ রানের ইনিংস। মারেন ২টি চার এবং ১টি ছক্কা। তাঁর সঙ্গে ছিলেন জ়েভিয়ার ব্রাটলেট (২ বলে ৩)। ভারতের সফলতম বোলার অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট নিলেন। ৩৩ রানে ২ উইকেট বরুণের। এ ছাড়া শিবম দুবে ৪৩ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন।

জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন অভিষেক শর্মা। তবে বড় রান পেলেন না। ১৬ বলে ২৫ রান করেন তিনি। ২টি করে চার এবং ছয় মারেন তিনি। রান পেলেন না আর এক ওপেনার শুভমন গিলও। সহ-অধিনায়কের ব্যাট থেকে এল ১৫ রান। অধিনায়ক সূর্যও ১১ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন। বড় রান পাননি তিলক বর্মা (২৯), অক্ষর পটেলও (১৭)। সকলেই আউট হয়েছেন আগ্রাসী হতে গিয়ে। শেষে ভারতীয় ইনিংসকে ভরসা দেয় এ দিন প্রথম খেলতে নামা জীতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তাঁদের ব্যাটে ভর করেই সিরিজ়ে সমতা ফেরাল ভারত। ওয়াশিংটন অপরাজিত থাকলেন ২৩ বলে ৪৯ রানের ইনিংস খেলে। মারলেন ৩টি চার এবং ৪টি ছক্কা। জীতেশের ব্যাট থেকে এল ১৩ বলে ২২ রানের অপরাজিত ইনিংস। ৩টি চার মেরেছেন তিনিও। তাঁদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে উঠেছে ৪৩ রান।

Advertisement

৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস। তিনিই অস্ট্রেলিয়ার সফলতম বোলার। ২২ রানে ১ উইকেট নিয়েছেন স্টোইনিস। ৩০ রানে ১ উইকেট জ়েভিয়ার ব্রাটলেটের। রবিবার জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফেরাল ভারত। তিন ম্যাচের পর সিরিজ় এখন ১-১। উল্লেখ্য, দু’দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement