আকাশ কুমার চৌধরি। ছবি: সংগৃহীত।
১১ বলে ৫০ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে নয়। লাল বলের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেন মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধরি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছ’টি ছক্কাও মেরেছেন তিনি।
সুরাতে অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে নজির গড়েছেন আকাশ। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে মোট ৮টি ছক্কা। তার মধ্যে মেঘালয়ের ইনিংসের ১২৬তম ওভারে অরুণাচলের বাঁহাতি স্পিনার লিমার দাবির এক ওভারে ছ’টি ছক্কা মারেন আকাশ। ওয়েস্ট ইন্ডিজ়ের গ্যারি সোবার্স এবং ভারতের রবি শাস্ত্রীর পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটের এক ওভারে ছ’টি ছক্কা মারলেন আকাশ। দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টরও টানা ছ’টি বলে ছয় মেরেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে। তবে দু’ওভার মিলিয়ে ছয় বল খেলেছিলেন তিনি।
আকাশ নিজের প্রথম বলে কোনও রান নিতে পারেননি। পরের দু’টি বলে এক রান করে নেন। তার পর টানা আটটি বলে ছক্কা মারেন। ১১ বলে ৫০ রান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা আটটি বলে ছক্কা মারার নজিরও দ্বিতীয় নেই। ২০১২ সালে লেস্টারশায়ারের হয়ে ওয়েন নাইট ১২ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন প্রথম শ্রেণির ম্যাচে। রবিবার তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন মেঘালয়ের আকাশ। এই তালিকায় তৃতীয় স্থানে থাকলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ক্লাইভ ইনম্যান। ১৯৬৫ সালে ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন তিনি।
২৫ বছরের আকাশের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০১৯ সালে। এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ খেলে করেছেন ৫০৩ রান। গড় ১৪.৩৭। জোরে বোলার আকাশের ব্যাটের হাত খারাপ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় অর্ধশতরান করলেন তিনি।