Tennis Record

বিশ্বরেকর্ড জোকোভিচের, ফেডেরারকে টপকে নজির গড়লেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক

বেশ কিছু দিন ধরে সেরা ফর্মের ধারে কাছে নেই নোভাক জোকোভিচ। তবু একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। টপকে গিয়েছেন রজার ফেডেরারকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:০২
Share:

নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।

নতুন নজির নোভাক জোকোভিচের। এথেন্সে ১০১তম এটিপি খেতাব জিতে ভেঙে দিলেন রজার ফেডেরারের একটি বিশ্বরেকর্ড। পেশাদার টেনিসে হার্ড কোর্টে সবচেয়ে বেশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন সার্ব তারকা।

Advertisement

বেশ কিছু দিন ধরে সেরা ফর্মের ধারে কাছে নেই জোকোভিচ। তবু একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরে যান জোকোভিচ। কিন্তু হাল ছাড়েননি। পরের দু’টি সেট ৬-৩, ৭-৫ ব্যবধানে জিতে নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। ১০১তম এটিপি খেতাব জেতার পাশাপাশি ভেঙে দিলেন ফেডেরারের একটি রেকর্ড। হার্ড কোর্টে টেনিসজীবনের ৭২তম খেতাব জিতলেন জোকোভিচ। টপকে গেলেন ফেডেরারকে। তিনি হার্ড কোর্টে ৭১টি খেতাব জিতেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে আগাসি। আমেরিকার প্রাক্তন খেলেয়োড় হার্ড কোর্টে জিতেছেন ৪৬টি খেতাব।

৩৮ বছর পাঁচ মাস বয়সে এথেন্সের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জোকার। এত বেশি বয়সে পেশাদার খেতাব জেতার ক্ষেত্রেও নজির গড়েছেন তিনি। ১৯৭৭ সালে কেন রোজওয়েল এর চেয়েও বেশি বয়সে পেশাদার খেতাব জিতেছিলেন। নজির গড়লেও বছরের শেষে এটিপি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ। তিনি বলেছেন, ‘‘আমার খুব খারাপ লাগছে। বছরের শেষ প্রতিযোগিতায় খেলতে পারব না। একটা চোট রয়েছে। সেটা সারিয়ে ফেলতে হবে। তাই এটিপি ফাইনাল থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’’ কেমন চোট পেয়েছেন, তা অবশ্য জানাননি জোকোভিচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement