Cricket Shot

ক্রিকেটে নতুন শটের উদ্ভাবন! নাম কী দেওয়া হল, কে মারলেন?

ব্যাটারের পরিকল্পনা বুঝে বলের গতি কমান স্যাম কারেন। তা দেখে দ্রুত ভাবনা বদল করেন লুক হলম্যান। শেষ পর্যন্ত সারে অধিনায়কের বলে অদ্ভুত শট মারলেন মিডলসেক্সের লুক হলম্যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১১:২৫
Share:

ভিডিয়ো থেকে নেওয়া লুক হলম্যানের অভিনব শট। ছবি: এক্স (টুইটার)।

টি-টোয়েন্টি ক্রিকেট শুরুর পর বেশ কিছু নতুন শট উদ্ভাবন করেছেন বিভিন্ন দেশের ক্রিকেটারেরা। ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে দ্রুত রান তুলতে নানা রকম শট মারেন ব্যাটারেরা। যেমন মহেন্দ্র সিংহ ধোনির হেলিকপ্টার শট। তেমনই অভিনব একটি শট দেখা গেল কাউন্টি ক্রিকেটে। মিডলসেক্সের ব্যাটার লুক হলম্যানের উদ্ভাবন করা নতুন শটের কী নাম হওয়া উচিত, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Advertisement

বোলার ছিলেন সারের অধিনায়ক স্যাম কারেন। হলম্যান স্কুপ মারার জন্য উইকেটের মুখোমুখি দাঁড়িয়ে তৈরি হন। প্রতিপক্ষ ব্যাটারের পরিকল্পনা ধরে ফেলে বলের গতি কমিয়ে দেন কারেন। তা দেখে দ্রুত গ্রিপ পরিবর্তন করেন হলম্যান। খানিকটা পুলের মতো করে পিছন দিকে শট মারেন। শটটি মারার সময় হলম্যান আবার খানিকটা পয়েন্টের দিকে ঘুরে গিয়েছিলেন। বল মাটিতে পড়ে ওঠার পর উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে তুলে দেন। তাতেও বাউন্ডারি হয়।

মিডলসেক্সের বাঁহাতি ব্যাটারের অদ্ভুত শট ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। মিডলসেক্স কর্তৃপক্ষ সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘‘হলম্যান, তুমি এ রকম করতে পার না।’’ সঙ্গে দিয়েছে হাসির ইমোজি। শটটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকে বলছেন, নতুন এই শটের নাম হওয়া উচিত রিভার্স সুইচ পুল। কেউ কেউ বলছেন নাম হোক রিভার্স সুইচ স্ল্যাপ।

Advertisement

হলম্যানের উদ্ভাবন করা শটও ২০ ওভারের ম্যাচটি জেতাতে পারেনি মিডলসেক্সকে। সারের কাছে ৮ রানে হেরে গিয়েছে তারা। প্রথমে ব্যাট করে সারে করে ৯ উইকেটে ১৮৯। জবাবে মিডলসেক্সের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৮১ রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement