Vijay Hazare Trophy

বিজয় হজারে ট্রফিতে শামি, ফিরলেন অনুষ্টুপ

মোট ১৭ জনের দল গড়ল বাংলা। সব চেয়ে ভাল বিষয়, তিন অভিজ্ঞ পেসারকেই এই প্রতিযোগিতায় পাচ্ছে বাংলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৬:২০
Share:

মহম্মদ শামি। ফাইল চিত্র।

মহম্মদ শামিকে রেখেই বিজয় হজারে ট্রফির দল গড়ল বাংলা। রাজকোটে ২৬ ডিসেম্বর থেকে অভিযান শুরু করবে বাংলা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ বরোদা। রবিবার দল নিয়ে রাজকোট উড়ে যাচ্ছেন লক্ষ্মীরতন শুক্লরা।

মোট ১৭ জনের দল গড়ল বাংলা। সব চেয়ে ভাল বিষয়, তিন অভিজ্ঞ পেসারকেই এই প্রতিযোগিতায় পাচ্ছে বাংলা। শামির পাশাপাশি খেলবেন আকাশ দীপ ও মুকেশ কুমার। দলে ফেরানো হল অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনই। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দুরন্ত ছন্দে থাকা চন্দ্রহাস দাশকে দলেনিল বাংলা।

যদিও এই প্রতিযোগিতার আগে অনুশীলন করার পর্যাপ্ত সময় পেলেন না বাংলার ক্রিকেটারেরা। শুক্রবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলার। কিন্তু ফিল্ডিং অনুশীলনের পরে ব্যাটিং ও বোলিং করার সুযোগ পেলেন না। কারণ, নেট প্র্যাক্টিসের জায়গা ভেজা ছিল। বাংলার কোচ যদিও এ বিষয়ে কিছু বলতে চাইলেন না। শুক্রবার যে বাংলার অনুশীলন ছিল তা কি আদৌ জানতেন মাঠকর্মীরা? বৃহস্পতিবার কেনই বা অতিরিক্ত জল দেওয়া হল? তার উত্তর যদিও পাওয়া গেল না।

বাংলা দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, সুদীপ কুমার ঘরামি, সুমন্ত গুপ্ত, সুমিত নাগ, চন্দ্রহাস দাশ, শাহবাজ় আহমেদ, করণ লাল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সায়ন ঘোষ, রবি কুমার, আমির গনি, বিশাল ভাটি,অঙ্কিত মিশ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন