Mohammed Shami

ফিট কি না জানানো আমার কাজ নয়, ওঁদের জানতে হবে! না জেনেই বাদ দেওয়া হয়েছে আমাকে: আগরকরকে তুলোধনা শামির

শামি পরিষ্কার বলে দিলেন, তাঁর চোট কোন জায়গায় আছে, সেরেছে কি না, সেটা জানানো তাঁর কাজ নয়। মনে করিয়ে দিয়েছেন, যদি চোট না-ই সারে, তা হলে তিনি রঞ্জি খেলছেন কী করে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:১৫
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র

রঞ্জি ট্রফি খেলার জন্য কলকাতায় পা রেখেই বিস্ফোরক মহম্মদ শামি। ভারতীয় দলে সুযোগ না পাওয়ার জন্য অজিত আগরকরের নির্বাচক কমিটিকে আক্রমণ করলেন বাংলার জোরে বোলার।

Advertisement

শামি পরিষ্কার বলে দিলেন, তাঁর চোট কোন জায়গায় আছে, সেরেছে কি না, সেটা জানানো তাঁর কাজ নয়। মনে করিয়ে দিয়েছেন, যদি চোট না-ই সারে, তা হলে তিনি রঞ্জি খেলছেন কী করে?

বুধবার থেকে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। তার আগে ক্ষুব্ধ শামি বলেন, ‘‘ভারতীয় দল বা নির্বাচকেরা আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমার ফিটনেসের কথা জানতে চাননি। আমি তো আর যেচে ফিটনেস নিয়ে ওঁদের বলতে যাব না। এটা আমার কাজ নয়। ওঁদের জানতে হবে। যদি আমি চার দিনের রঞ্জির ম্যাচ খেলতে পারি, তা হলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? যদি আমি ফিট না থাকতাম, তা হলে এনসিএ-তে থাকতাম, রঞ্জির দলে থাকতাম না।’’

Advertisement

এর পরেও রোখা যায়নি শামিকে। বলেন, ‘‘আমি কতটা ফিট সেটা রঞ্জিতেই সকলে দেখতে পাবে। কাউকে জবাব দেওয়ার নেই। এত বছর ভারতের হয়ে খেলেছি। প্রতিটা ম্যাচে নিজের ১০০ শতাংশ দিয়েছি। আশা করেছিলাম, আমার সঙ্গে নির্বাচকেরা কথা বলবেন। কিন্তু কেউ কিছু জানতে চাননি। আমার ফিটনেস না জেনেই আমাকে বাদ দেওয়া হয়েছে।’’

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি শামি। নির্বাচক কমিটির চেয়ারম্যান আগরকর বলেছিলেন, ‘‘শামিকে নিয়ে বিসিসিআইয়ের কাছে কোনও তথ্য নেই। ও দলীপ ট্রফিতে খেলেছে। কিন্তু গত দু’-তিন বছরে খুব বেশি ম্যাচ খেলেনি। মনে হয় বাংলার হয়ে একটা আর দলীপের একটা ম্যাচ খেলেছে। আমাদের জানতে হবে ও কতটা ফিট। তার জন্য সবার আগে ওকে ক্রিকেট খেলতে হবে।”

ইংল্যান্ড সফরের দলে জায়গা হয়নি শামির। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় এবং আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলেও তিনি নেই।

তাঁর বিরুদ্ধে না খেলার যে অভিযোগ, তা নিয়ে শামি বলেন, “ম্যাচ খেলার সুযোগ পেলে তবে তো খেলব। ম্যাচ না থাকলে অনুশীলন করছি। জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। সুযোগ পেলেই ম্যাচ খেলি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement