Mohammed Shami

অস্ট্রেলিয়া সিরিজ়‌ থেকে বাদ পড়ে আগরকরের উল্টো সুরে কথা বললেন শামি, মুখ খুললেন রোহিত বনাম শুভমন বিতর্ক নিয়েও

চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন তিনি। সুযোগ পেয়েছেন বাংলার রঞ্জি দলেও। তবু অস্ট্রেলিয়া সিরি‌জ়ের দলে তাঁকে নেওয়া হয়নি। জাতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি অবশেষে মুখ খুললেন। মতামত জানিয়েছেন রোহিত শর্মা বনাম শুভমন গিল বিতর্ক নিয়েও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৩:০৬
Share:

মহম্মদ শামি। — ফাইল চিত্র।

চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন তিনি। সুযোগ পেয়েছেন বাংলার রঞ্জি দলেও। তবু অস্ট্রেলিয়া সিরি‌জ়ের দলে তাঁকে নেওয়া হয়নি। জাতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি অবশেষে মুখ খুললেন। নিজের ফিটনেস নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই মতামত জানিয়েছেন রোহিত শর্মা বনাম শুভমন গিল বিতর্ক নিয়েও। প্রধান নির্বাচক অজিত আগরকরের উল্টো সুরে কথা বলেছেন শামি।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের দল নির্বাচন করতে গিয়ে আগরকর জানিয়েছিলেন, শামি দীর্ঘ দিন ক্রিকেট খেলেননি। চোটের মধ্যে ছিলেন। জাতীয় দলে ফিরতে গেলে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলতে হবে। তার পাল্টা নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেছেন, “অনেক গুজব ছড়িয়েছে। মিম তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ়‌ে কেন আমাকে নেওয়া হয়নি তা নিয়ে অনেক কথাই রটছে। আমি এটাই বলব, নির্বাচিত হওয়া তো আমার হাতে নেই। তার জন্য নির্বাচক কমিটি রয়েছে, কোচ, অধিনায়ক রয়েছে। ওরা যদি মনে করে আমাকে দলে দরকার তা হলে নেবে। যদি মনে করে বেশি সময় লাগবে, তা হলে সেটাও ওদের হাতে। আমি তৈরি। নিয়মিত অনুশীলনও করছি।”

শামির সংযোজন, “আমার ফিটনেসও ভাল জায়গায় রয়েছে। আরও ভাল করার চেষ্টা করব। কারণ মাঠ থেকে দূরে থাকবে নিজেকে অনুপ্রাণিত করতে হয় ভাল খেলার জন্য। দলীপ ট্রফিতে খেলেছি। খুব ভাল খেলেছে। ছন্দে ছিলাম। ৩৫ ওভারের মতো বল করেছি। ফিটনেস নিয়ে এখন কোনও সমস্যা নেই।”

Advertisement

রোহিতকে সরিয়ে শুভমনকে এক দিনের দলের অধিনায়ক করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচকদের এই সিদ্ধান্ত অনেকেই মানতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, রোহিতকে আরও একটু সময় এবং সম্মান দেওয়া যেত। শামির মতে, বিষয়টি নিয়ে অহেতুক বাড়াবাড়ি হচ্ছে।

বাংলার জোরে বোলার বলেছেন, “এই প্রশ্নটা নিয়ে বড্ড বেশি মিম হতে দেখছি। আমার মনে হয় না এটা নিয়ে কোনও প্রশ্ন থাকা উচিত। এটা বোর্ড, নির্বাচক এবং কোচেদের সিদ্ধান্ত। শুভমন তো ইংল্যান্ডে গিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছে। গুজরাত টাইটান্সেরও অধিনায়ক ও। তাই অভিজ্ঞতা যথেষ্ট আছে। কাউকে না কাউকে তো দায়িত্ব দিতেই হবে। বোর্ড সেটাই দিয়েছে শুভমনকে। আমাদের মেনে নেওয়া উচিত। শুভমনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আজ কেউ অধিনায়ক আছে, কাল আর একজন অধিনায়ক হবে। এই চক্র তো চলতেই থাকবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement