Virat Kohli

আট মাস পর খোঁজ মিলল কোহলির শেষ টেস্টের জার্সির, পাওয়া গেল ভারতীয় দলের এক ক্রিকেটারের কাছ থেকে!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। তখন কেউই জানতেন না, সেটাই হবে তাঁর শেষ টেস্ট। তবে তখনই কোহলির কাছ থেকে সেই ম্যাচের জার্সি চেয়ে নেন এক ভক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৭:০০
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন বিরাট কোহলি। সিডনির সেই ম্যাচই যে তাঁর ক্রিকেটজীবনের শেষ টেস্ট, তা কোহলি নিজেও বোধহয় জানতেন না। কোহলির সেই টেস্টের জার্সির খোঁজ পাওয়া গেল আট মাস পর।

Advertisement

গত আইপিএলের সময় হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। গত ১২মে সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান তিনি। কোহলির টেস্টজীবন আকস্মিক ভাবে শেষ হয়ে যায়। হতাশ হয়েছিলেন ভক্তেরা। তাঁর শেষ টেস্টের জার্সির আলাদা গুরুত্ব রয়েছে তাঁদের কাছে।

কোহলির শেষ টেস্টের জার্সি যত্ন করে সাজিয়ে রেখেছেন তাঁরই এক ভক্ত। সতীর্থও বটে। তিনি মহম্মদ সিরাজ। ভারতীয় দল ছাড়াও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দু’জনে একসঙ্গে খেলেছেন। তাঁদের মধ্যে গড়ে উঠেছে দাদা-ভাইয়ের সম্পর্ক। সিডনি টেস্ট শেষ হওয়ার পর কোহলির কাছে তাঁর জার্সিটি চেয়ে নিয়েছিলেন সিরাজ। তখন জানতেন না, কী সংগ্রহ করে ফেলেছেন। জার্সিটিতে সিরাজের জন্য শুভেচ্ছাবার্তা লিখে সই করে দেন কোহলি। যা যত্ন করে সাজানো রয়েছে সিরাজের বাড়ির দেওয়ালে।

Advertisement

ইংল্যান্ড সফর থেকে সিরাজ দেশে ফেরার পর সাংবাদিকেরা সিরাজের সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন। তখনই জানাজানি হয়েছে বিষয়টি। কোহলির শেষ টেস্টের জার্সিটি বাঁধিয়ে বাড়ির বসার ঘরের দেওয়ালে সাজিয়ে রেখেছেন সিরাজ। তিনি বলেছেন, জার্সিটা তাঁর কাছে শুধু একজন প্রাক্তন ক্রিকেটারের জার্সি নয়। শুধু ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের শেষ টেস্টের জার্সি নয়। তাঁদের শ্রদ্ধা-স্নেহের সম্পর্কের প্রতীক। বন্ধুত্বের প্রতীক। সর্বোচ্চ পর্যায়ে একসঙ্গে বেশ কিছু দিন একসঙ্গে খেলার প্রতীক। অনেক সুখ-দুঃখের স্মৃতি। নিজের টেস্ট খেলার একটি ছবির পাশে কোহলির শেষ টেস্টর জার্সি রেখেছেন সিরাজ।

ওভাল টেস্টে সিরাজের ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কোহলি। উত্তরে সিরাজও তাঁর উপর ভরসা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কোহলির প্রতি। আরসিবিতে সিরাজকে নেওয়ার জন্য কোহলিই কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। দলে আসার পর সিরাজকে ভাইয়ের মতোই আগলে রাখতেন। সেই থেকেই তাঁদের মধ্যে তৈরি হয়েছে আলাদা সম্পর্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement