India vs England 2025

শুভমন-বুমরাহ-স্টোকসদের লর্ডস টেস্টের জার্সি নিলামে, সবচেয়ে বেশি দাম উঠল কার জার্সির?

রুথ স্ট্রস ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে লর্ডসে এক দিন বিশেষ জার্সি পরে খেলেন দু’দলের ক্রিকেটারেরা। সেই জার্সিগুলো নিলামে তোলা হয়। সবচেয়ে বেশি দাম উঠল শুভমন গিলের জার্সির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৩:৫৮
Share:

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন বিশেষ জার্সি পরে খেলেছিলেন শুভমন গিলেরা। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ভারতীয় ক্রিকেটারদের ব্যবহৃত জার্সি নিলাম হল। শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজাদের জার্সি সংগ্রহ করলেন আগ্রহী ক্রিকেটপ্রেমীরা। ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় সাহায্যের জন্য নিলাম হল সেই টেস্টের দ্বিতীয় দিন ব্যবহৃত বেন স্টোকসদের জার্সিও।

Advertisement

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস তৈরি করেছেন রুথ স্ট্রস ফাউন্ডেশন। তাঁর স্ত্রী রুথ ক্যানসারে প্রয়াত হয়েছেন। স্ত্রীর স্মৃতিতে ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে স্বেচ্ছাসেবী সংস্থাটি গড়ে তুলেছেন স্ট্রস। রুথ স্ট্রস ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে লর্ডস টেস্টে এক দিন বিশেষ জার্সি পরে খেলেন দু’দলের ক্রিকেটারেরা। সেই জার্সিগুলোই নিলামে তোলা হয়।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে শুভমনের জার্সি। তাঁর জার্সির দাম উঠেছে ৪৬০০ পাউন্ড বা প্রায় ৫ লাখ ৪১ হাজার টাকা। বুমরাহ এবং জাডেজার জার্সির দাম উঠেছে ৪২০০ পাউন্ড বা প্রায় ৪ লাখ ৯৪ হাজার টাকা। রাহুলের জার্সির দাম উঠেছে ৪০০০ পাউন্ড বা প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা।

Advertisement

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে জো রুটের জার্সি। তাঁর জার্সির দাম উঠেছে ৩৮০০ পাউন্ড বা প্রায় ৪ লাখ ৪৭ হাজার টাকা। স্টোকসের জার্সির দাম উঠেছে ৩৪০০ পাউ্ড বা প্রায় ৪ লাখ টাকা। রুটের সই করা লাল রঙের বিশেষ টুপি বিক্রি হয়েছে ৩০০০ পাউন্ডে বা প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকায়। ঋষভ পন্থের সই করা টুপির দাম উঠেছে ১৫০০ পাউন্ড বা প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement