মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।
শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এক সপ্তাহের মধ্যে তা আবার শুরু করার সম্ভাবনাও রয়েছে। আইপিএল শুরু হলে চেন্নাইয়ের নেতৃত্বে না-ও দেখা যেতে পারে মহেন্দ্র সিংহ ধোনিকে।
গত ১১ এপ্রিল চেন্নাই জানিয়েছিল, চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। তবে ধোনিও চেন্নাইয়ের হাল ফেরাতে পারেননি। চার ম্যাচ বাকি থাকতে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় চেন্নাই।
রুতুরাজ ছিটকে যাওয়ার সময় বলা হয়েছিল, চার থেকে ছয় সপ্তাহ লাগবে তাঁর সুস্থ হতে। আবার আইপিএল শুরু হলে তার মধ্যে সুস্থ হয়ে যেতে পারেন রুতুরাজ। তখন তিনিই হয়তো অধিনায়কত্বের দায়িত্ব নেবেন।
কিছু মহলের দাবি, ভারতের ইংল্যান্ড সফরের পর আইপিএলের বাকি অংশ সম্পূর্ণ করা হবে। সত্যিই তা হলে, রুতুরাজের নেতৃত্ব দেওয়া পাকা। তবে এক সপ্তাহ পরেই শুরু হলে হয়তো ধোনিই অধিনায়ক থাকবেন। আইপিএলের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত একটি মরসুম ধরা হয়। যে হেতু রুতুরাজ মরসুম থেকেই ছিটকে গিয়েছেন, তাই সুস্থ হলেও এ মরসুমে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে কি না সেটা একটা প্রশ্ন।
ইংল্যান্ড সফরের পর আইপিএল শুরু হলে প্রায় প্রতিটি দলই বিপদে পড়বে। কারণ বিদেশি ক্রিকেটারেরা দেশের হয়ে বা অন্যান্য লিগে খেলতে ব্যস্ত থাকবেন। তখন হয়তো দেশি ক্রিকেটারদের নিয়েই কোনও মতে মরসুম শেষ করতে হবে।
আইপিএলে ইতিমধ্যে ১২টি ম্যাচ খেলেছে চেন্নাই। মাত্র তিনটি ম্যাচ জিতে ছ’পয়েন্ট নিয়ে তারা রয়েছে সবার শেষে।