IPL 2025

আগামী বছর আইপিএল খেলবেন? হলুদ ইডেনে নিজেই জানালেন ধোনি

হঠাৎ করে গ্যালারি দেখলে মনে হতেই পারে বুধবার চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে খেলা ছিল। সেই হলুদজার্সিতে ভরা ইডেনে মহেন্দ্র সিংহ ধোনি নিজেই তুললেন অবসরের কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ০০:১৯
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ভরে গিয়েছিল হলুদজার্সিতে। হঠাৎ করে গ্যালারি দেখলে মনে হতেই পারে বুধবার চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে খেলা ছিল। সেই হলুদ জার্সিতে ভরা ইডেনে মহেন্দ্র সিংহ ধোনি নিজেই তুললেন অবসরের কথা।

Advertisement

এ বারের আইপিএলে খুব বেশি ম্যাচ জেতেনি চেন্নাই। এ বারের আইপিএলে এটা তৃতীয় জয়। আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চেন্নাই। সেই দলের অধিনায়ক ধোনি কয়েক ম্যাচ আগে বলেছিলেন, তাঁরা আগামী আইপিএলের ভাবনা শুরু করে দিয়েছেন। বুধবার ধোনি বলেন, “এখনও অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দু’মাস খেলি। এ বারের আইপিএল শেষ হলে আগামী ছ’আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালবাসাটা অপূর্ব।”

ব্যাট হাতে ধোনি ১৮ বলে ১৭ রান করেন। তাঁর ইনিংসে একটি মাত্র ছক্কা রয়েছে। সেটি মারেন শেষ ওভারে। তার আগে পর্যন্ত শিবম দুবেকে খেলিয়ে যাচ্ছিলেন। বুঝতে পারছিলেন, দলকে জেতাতে হলে শিবমকে প্রয়োজন। ৪০ বলে ৪৫ রান করেন তিনি। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। অভিজ্ঞ ধোনি সেই কাজটা করেন।

Advertisement

ম্যাচ শেষে ধোনি বলেন, “এই নিয়ে মাত্র তিনটে ম্যাচ জিতেছি। ম্যাচটা জয়ী দল হিসাবে শেষ করতে পেরে ভাল লাগছে। এ বারে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বার করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোনও ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মরসুমে খেলতে হবে। অনুশীলনে দেখতে হবে সকলকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement